সিরিজের বাকি দুই ম্যাচে অধিনায়ক লিটন দাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৭ জুলাই ২০২৩
সিরিজের বাকি দুই ম্যাচে অধিনায়ক লিটন দাস

চলমান সিরিজের মাঝে তামিম ইকবাল হঠাৎ অবসর নেওয়ায় নতুন আলোচনা এখন কে হচ্ছেন পরবর্তি অধিনায়ক? তবে এখনই সে পথে হাঁটতে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেকটা তামিম ইকবালের ফিরে আসার অপেক্ষা করা হচ্ছে। তবে চলমান সিরিজের বাকি দুই ম্যাচে লিটন কুমার দাসকে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করেছে বিসিবি।

শতভাগ ফিট না হয়েও তামিম ইকবালের ম্যাচ খেলা নিয়ে সংবাদ মাধ্যমে ক্ষোভ জেড়েছিলেন বিসিবি সভপতি নাজমুল হাসান পাপন। ফিটনেস ইস্যু নিয়ে এমন আলোচনার মাঝে বৃহস্পতিবার (৬ জুলাই) সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল।

শুক্রবার (৭ জুলাই) বিসিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আফগানিস্তানের বিপক্ষে ওয়ালটন ওয়ানডে সিরিজের বাকি ম্যাচের জন্য ব্যাটার লিটন কুমার দাসকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তামিম ইকবালের অবসর ঘোষণায় বাংলাদেশ ওয়ানডে দলে অধিনায়কের জায়গাটাও ফাঁকা হয়ে যায়। নতুন কে দায়িত্ব পালন করবেন তা নিয়ে বৃহস্পতিবার রাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পরিস্কার করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, তামিম এখনো আমাদের অধিনায়ক। কারণ সে এখনো বোর্ডকে কিছু জানায়নি। তবে তামিম না খেললে নিয়মিতভাবেই সহ অধিনায়ক ম্যাচ চালিয়ে নিবেন।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার (৮ জুলাই) এবং শেষ ম্যাচ হবে ১১ জুলাই অনুষ্ঠিত হবে।



শেয়ার করুন :