আয়ারল্যান্ডের নেতৃত্ব ছাড়লেন বলবির্নি, নতুন অধিনায়ক পল স্টার্লিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০৫ জুলাই ২০২৩
আয়ারল্যান্ডের নেতৃত্ব ছাড়লেন বলবির্নি, নতুন অধিনায়ক পল স্টার্লিং

বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে উঠতে ব্যর্থ হওয়ার পর আয়ারল্যান্ড সিমিত ওভার ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন অ্যান্ড্রু বলবির্নি। তার জায়গায় অন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে ব্যাটার পল স্টার্লিংকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ক্রিকেট আয়ারল্যান্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে উঠতে ব্যর্থ হয় বলবির্নির নেতৃত্বাধীন আয়ারল্যান্ড। গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় তারা। বাছাই পর্বে দলের ব্যর্থতার পর নেতৃত্ব ছাড়লেন বলবির্নি।

দায়িত্ব ছাড়ার বিষয়ে বলবির্নি বলেছেন, “অনেক কিছু বিবেচনা করে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। এ দলকে গত কয়েক বছর ধরে নেতৃত্ব দিতে পারাটা অনেক সম্মানের এবং মাঠের ভেতরে-বাইরে সতীর্থ, কোচ, ক্রিকেট আয়ারল্যান্ড ও সমর্থকদের কাছ থেকে যেভাবে সমর্থন পেয়েছি এ জন্য আমি কৃতজ্ঞ।”

২০২০ সাল থেকে আয়ারল্যান্ডের ৩৭টি ওয়ানডে ও ৫২টি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন বলবির্নি।



শেয়ার করুন :