ঘরের মাঠে ভারতীয় নারী দলের সফর উপলক্ষে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দল নিয়ে ১ জুলাই থেকে মিরপুরে শুরু হবে ট্রেনিং ক্যাম্প। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে না থাকা রুমানা আহমেদ ছাড়াও দলে ডাক পাননি পেসার জাহানারা আলম।
সোমবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দল ঘোষণা করেছে বিসিবি। বলা হয়, ডাক পাওয়ার দলের সদস্যরা ৩০ জুন (শুক্রবার) ঢাকার ক্যাম্পে রিপোর্ট করবেন। পরদিন শনিবার (১ জুলাই) থেকে মিরপুরে শুরু হবে ট্রেনিং ক্যাম্প।
বাংলাদেশ নারী দলের সর্বশেষ শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন না সিনিয়র ক্রিকেটার রুমানা আহমেদ। বোর্ড থেকে সে সময় বিশ্রামের কথা বলা হলেও রুমানার দাবি করেছিলেন, তাকে ‘বাদ দেওয়া’ হয়েছে।
টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমে এমন মন্তব্য করায় সাবেক অধিনায়ক রুমানা আহমেদকে তলব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশে আসছে ভারতীয় নারী দল, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
রুমানা ছাড়াও দলে জায়গা পাননি পেসার জাহানারা আলহ। ফলে মিরপুরের উইকেটে জাহানারার বোলিং দেখা যাবে না। তবে এবার ঘরের মাঠে ঠিক কী কারণে প্রাথমিক দলে তাদের রাখা হয়নি সে বিষয়ে কোন ব্যাখ্যা দেওয়া হয়নি।
ঘোষিত দল নিয়ে ট্রেনিং শেষে ২০ জনের মধ্য থেকে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। ভারতীয় নারী দলের বিপক্ষে ৯ জুলাই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১১ ও ১৩ জুলাই।
টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার দু'দিন পর শুরু হবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে লড়াই। সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রম ১৬, ১৯ এবং ২২ জুলাই। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ২০২২-২৫ নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
বাদ পড়ায় মন্তব্য, রুমানাকে বিসিবির তলব
টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৬ জুলাই ঢাকায় পা রাখবে ভারতীয় নারী ক্রিকেট দল। সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। এছাড়া ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
বাংলাদেশ নারী দল (প্রাথমিক দল)
নিগার সুলতানা জ্যোতি, শোভনা মোস্তারী, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা , শানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, ঝর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি এবং ফাহিমা খাতুন।