ভারতের মেয়েদের সাথে পারলো না বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১০ পিএম, ২১ জুন ২০২৩
ভারতের মেয়েদের সাথে পারলো না বাংলাদেশের মেয়েরা

পাকিস্তানকে হারিয়ে নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের উদ্বোধনী আসরেই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে হেরে গিয়ে রানার্স-আপ হতে হলো লতা মন্ডলদের। বাংলাদেশ নারী দলকে ৩১ রানে হারিয়ে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হলো ভারতীয় নারী ইমার্জিং দল।

বুধবার (২১ জুন) টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৭ রানের সংগ্রহ গড়েছিল ভারতের মেয়েরা। টি-টোয়েন্টি ফরম্যাটের ফাইনাল ম্যাচে জবাবে ৪ বল বাকি থাকতেই ৯৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী ইমার্জিং দলের ব্যাটিং ইনিংস।

১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার (৫) ফিরে গেলে ১২ রানে ভাঙে উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেট জুটিতে সুবহানা মোস্তারিকে নিয়ে বড় ইনিংসের বার্তা দিলেও ব্যর্থ হন অপর ওপেনার সাথী রাণী। ১১ বলে দুই চারে ১৩ রান করে ফিরে সাথী রাণী।

সাথী রাণী ছাড়া আর মাত্র দুজন ব্যাটার দুই অংকের ঘরে নিজেদের রানের সংখ্যা নিয়ে যেতে পেয়েছেন। সুুবহানা মোস্তালির ১৬ রান ছাড়া শেষ দিকে লড়াই করা নাহিদা আক্তার অপরাজিত ১৭ রান করেন।

ভারতীয় বোলারদের সামনে ব্যাট হাতে দলের আর কেউ বড় ইনিংস খেলতে না পারায় ৪ বল বাকি থাকতেই গুটিয়ে যায় বাংলাদেশ নারী ইমার্জিং দলের ব্যাটিং ইনিংস। ফলে ৩১ রানের জয় তুলে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারতের নারী ইমার্জিং দল।



শেয়ার করুন :