যুক্তরাষ্ট্রের মিডল অর্ডার ব্যাটার ও উইকেটরক্ষক শায়ান জাহাঙ্গীরের সেঞ্চুরি বৃথা করে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম জয়ের দেখা পেল নেপাল। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে নেপাল।
প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটে হেরেছিল নেপাল। অপরদিকে, নিজেদের প্রথম ম্যাচে মিডল অর্ডার ব্যাটার গজানন্দ সিংয়ের সেঞ্চুরির পরও ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৯ রানে হেরেছিল যুক্তরাষ্ট্র। পরপর দুই ম্যাচে ব্যাটারদের দুই সেঞ্চুরির পরও হারতে হলো যুক্তরাষ্ট্রকে।
মঙ্গলবার (২০ জুন) হারারে টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নেপাল। ব্যাট হাতে টপ-অর্ডার ব্যাটাররা সুবিধা করতে না পারলেও জাহাঙ্গীরের মারমুখী সেঞ্চুরিতে লড়াই করার পুঁজি পায় যুক্তরাষ্ট্র। ৪৯ ওভারে ২০৭ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র।
৭৯ বলে অপরাজিত ১০০ রান করেন শায়ান জাহাঙ্গীর
ওয়ানডেতে ক্যারিয়ারের নবম ম্যাচে প্রথম শতক পাওয়া ইনিংসে ৭৯ বলে অপরাজিত ১০০ রান করেন জাহাঙ্গীর। ১০টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। নেপালের কারান কেসি ৪ উইকেট নেন।
২০৮ রানের টার্গেটে ভীম শার্কীর হাফ-সেঞ্চুরির সাথে অন্যান্য ব্যাটারদের ছোট-ছোট ইনিংসে ৭ ওভার বাকি রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নেপাল। ৭টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৭৭ রান করেন শার্কী।
ওপেনার কুশল ভার্তেল ও দীপেন্দ্র সিং ৩৯ রান করে করেন। ম্যাচ সেরা হন নেপালের কারান।