ইমার্জিং এশিয়া কাপে সৌম্য-নাঈম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১৯ জুন ২০২৩
ইমার্জিং এশিয়া কাপে সৌম্য-নাঈম

শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ইমার্জিং টিমস এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সাইফ হাসানের নেতৃত্বধীন ঘোষিত দলে ডাক পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা নাঈম শেখ। এছাড়া দলে রয়েছেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার।

সোমবার (১৯ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল ঘোষণা করে বিসিবি। ১৫ সদস্যের দলের সাথে রিজার্ভ হিসেবে আরও চারজনকে রাখা হয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের রাডারে থাকা ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দিবেন মোহাম্মদ সাইফ হাসান। দলে সাইফের সহকারী হিসেবে রয়েছেন জাকির হাসান।

ইমার্জিং টিমস এশিয়া কাপে ‘এ’ গ্রুপের হয়ে খেলবে বাংলাদেশ। যেখানে বাকি তিন প্রতিপক্ষ হলো- স্বাগতিক শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমান। এছাড়া গ্রুপ ‘বি’-তে রয়েছে- পাকিস্তান, ভারত, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত।

১৪ জুলাই (শুক্রবার) ইমার্জিং টিমস এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। এর আগে ১২ জুলাই (বুধবার) শ্রীলঙ্কা পৌঁছাবে নাঈম-সৌম্যরা।

উদ্বোধনী ম্যাচ ছাড়া গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই অনুষ্ঠিত হবে ১৬ ও ১৮ জুলাই। ৫০ ওভারের এ আসরের গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ চার দল ২১ জুলাই সেমি-ফাইনাল খেলবে। আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জুলাই।

বাংলাদেশ ‘এ’ দল
মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিড হাসান তামিম, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মোহাম্মদ মুসফিক হাসান, আকবর আলী, নাঈম শেখ।

রিজার্ভ
অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।



শেয়ার করুন :