স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার (১০ জুন) দুইভাগে ভাগ হয়ে ঢাকায় পৌঁছে হাসমতুল্লাহ শহিদীরা। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুরে শুরু হবে ১৪ জুন (বুধবার)।
শনিবার সকাল ১১টায় হযরত শাহজালাল বিমানবন্দরে নামে আফগানিস্তান ক্রিকেট দলের একাংশ। সেখান থেকে তাদেরকে সরাসরি নিয়ে যাওয়া হয় হোটেল সোনারগাঁও। সিরিজ চলাকালে তারা সেখানেই অবস্থান করবে।
প্রথম ফ্লাইটে ঠিক কারা এসেছেন তা জানা যায়নি। ঢাকায় দ্বিতীয় ফ্লাইটে পৌঁছে দুপুর দেড়টার দিকে। দুই ফ্লাইটে টেস্ট সিরিজের সবাই ঢাকা পৌঁছেছে। আজ বিশ্রাম শেষে রোববার (১১ জুন) থেকে তারা মিরপুরে অনুশীলন শুরু করবে সফরকারীরা।
হাসমাতুল্লাহ শহিদীর নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে এ টেস্টে থেলছেন না রশিদ খান। পীঠের চোট কাটিয়ে ফেরা এ তারকাকে আপাতত বিশ্রামে রাখা হয়েছে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ফিরতে পারেন।
২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। চট্টগ্রামে হওয়া সেই টেস্টে ২২৪ রানে হেরে যাওয়ার দুঃসহ স্মৃতি আছে বাংলাদেশের। এবার হয়তো সেই টেস্টের প্রতিশোধ নিতে পারে বাংলাদেশ।
এদিকে, এ ফরম্যাটের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের ইনজুরির কারণে টেস্ট ম্যাচটি খেলতে পারছেন না। তার পরিবর্তে দলের নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক লিটন কুমার দাস।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৪ জুন থেকে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। টেস্ট ম্যাচে আফগান ক্রিকেট দলের ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। এরপর ঈদের ছুটি শেষে আবারও ঢাকা সফরে আসবে তারা, সে সময় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল।
৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর সিলেটে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আফগানিস্তান টেস্ট দল
হাসমতুল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই, ইকরাম আলিকাইল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভিদ, হামজা হোটাক, ইব্রাহিম আব্দুলরাহিমযাই, ইয়ামিন আহমেদজাই ও নিজাত মাসুদ।