আফগানিস্তান টেস্টে অতিরিক্ত ‌‘দুই বিরতি’র ভাবনা

বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১০ জুন ২০২৩
আফগানিস্তান টেস্টে অতিরিক্ত ‌‘দুই বিরতি’র ভাবনা

জ্যৈষ্ঠের খরতাপে রেকর্ড তাপমাত্রায় সময় পার করছে বাংলাদেশ। যদিও হালকা বৃষ্টির প্রভাবে তাপ কিছুটা কমে এসেছে। সারাদেশে চলমান তাপপ্রবাহের মধ্যে ঢাকায় আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে বিরতির পরিমাণ বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাধারণত দিনে পাঁচবার বিরতি থাকলেও সেখানে আরও দুটি বাড়িয়ে সাতটি করা হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এমন তথ্য জানা গেছে। দুই বোর্ডের মধ্যে আলোচনা করেই ক্রিকেটারদের সুবিধা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বিসিবির সূত্র জানায়, দেশে যেভাবে গরম পড়ছে সে বিষয়টি মাথায় রেখে আমরা বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সময় অতিরিক্ত দুটি ব্রেকের কথা চিন্তা করছি। যাতে করে ক্রিকেটারদের স্বাস্থ্যঝুঁকি কিছুটা হলেও কমে।

সফরে একমাত্র টেস্ট খেলেতে ইতিমধ্যে ঢাকায় পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার (১০ জুন) সকালে ঢাকার শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা।

বিসিবির ওই বলেন, ক্রিকেটারদের স্বাস্থ্যগত বিষয়টিকে প্রাধান্য দিয়েই মূলত এমন একটি ভাবনা (বিরতি বাড়ানো) ভেবেছি। দেখি আমরা খুব শিগগিরই ম্যাচ রেফারিদের সাথে বসে এটাকে চূড়ান্ত করার বিষয়ে কথা বলবো।

সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ১৪ জুন থেকে। এরপর ঈদের বিরতি দিয়ে আবারও শুরু হবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে চট্টগ্রাম এবং সিলেটে।



শেয়ার করুন :