পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল। সফর উপলক্ষে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৬ জুলাই। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে খুলনা এবং রাজশাহীতে।
বুধবার (৩১ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য জানানো হয়। সিরিজটি খেলতে ৩ জুলাই বাংলাদেশে পৌঁছাবে দক্ষিণ আফ্রিকার যুবারা।
প্রকাশিত সূচি অনুযায়ী সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম এবং বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে।
৩ জুলাই ঢাকায় পৌঁছে ওই দিনউ খুলনা চলে যাবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। সেখানে ৪ ও ৫ জুলাই অনুশীলন শেষে ৬ জুলাই সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে তারা।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ জুলাই। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে যথাক্রমে ১৪ ও ১৭ জুলাই।