আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসের কাঁধেই পড়ছে নেতৃত্বের দায়িত্ব। এছাড়া বাংলাদেশ ক্রিকেটের লাল-বলের ক্রিকেটে সহ-অধিনায়কও তিনি।
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ১৪ থেকে ১৮ জুন সিরিজের একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টেস্ট ম্যাচ শেষেই ভারত সফরে যাবে আফগান দল। সেখান থেকে ঈদুল আজহার পর আবারও বাংলাদেশ সফরে আসবে রশিদ-নবীরা।
বাংলাদেশের লাল বলের ক্রিকেটে লিটন সহ-অধিনায়ক হলেও শুধুমাত্র ব্যাটিংয়ে মনোনিবেশ করতে চাওয়ায় দলের নেতৃত্ব দিতে প্রস্তুত ছিলেন না। তবে নিজের এ সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং এখন সিরিজের একমাত্র টেস্টে টস করতে মাঠে নামতে সম্মত হয়েছেন।
নাম প্রকাশ না করার অনুরোধে বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা স্পোর্টসমেইল২৪.কমকে বলেছেন, “সে (লিটন দাস) আফগানদের বিপক্ষে টেস্ট দলের নেতৃত্ব দিতে প্রস্তুত।”
অর্থাৎ, সব কিছু ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষে টস করতে লিটন দাসকে দেখা যাবে। যেখানে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলছেন না।