আঙুলের চোটের কারণে সাকিব আল হাসান ছিটকে যাওয়ায় একটি পরিবর্তন নিশ্চিতই ছিল। তবে সিরিজের শেষ ম্যাচে রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরিকে অভিষেক করায় তিন পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।
রোববার (১৪ মে) সিরিজের শেষ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয় ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এ ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে।
সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের ১৪১তম ওয়ানডে ক্রিকেটারের অভিষেক ক্যাপ পড়েন রনি তালুকদার। এছাড়া ১৪২তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে খেলতে নেমেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। দুজনকেই ওয়ানডে ক্যাপ পড়িয়ে দেন আঙুলে চোট পাওয়ায় একাদশের বাইরে থাকা সাকিব আল হাসান।
রনি-মৃত্যুঞ্জয়ের অভিষেক ছাড়া একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। তাদের বিপরীতে সাকিব ছাড়া দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের তিন পরিবর্তনের ম্যাচে আয়ারল্যান্ডও তাদের আগের একাদশ থেকে পরিবর্তন এনেছে। সিরিজ রক্ষার ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড। গ্রাহাম হিউমের পরিবর্তে আরেক পেসার ক্রেইগ ইয়াংকে একাদশে নেওয়া হয়েছে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইবাদত হোসেন চৌধুরি, মোস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, স্টিভেন ডোহেনি, অ্যান্ড্রু বালবার্নি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জশ লিটল, ক্রেইগ ইয়াং।