ব্যাটার-বোলারদের নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) সুপার লিগ পর্বে প্রথম জয়ের দেখা পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুপার লিগে প্রথম দুই ম্যাচ হারের পর নিজেদের তৃতীয় ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ২০ রানে হারিয়ে দিয়েছে তারা। জয় পাওয়া ম্যাচে সেরা ক্রিকেটার হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
রোববার (৭ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে মোহামেডানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় গাজী গ্রুপ। ব্যাট হাতে নেমে ১৭ রানেই ৩ উইকেট হারায় মোহামেডান।
মিডল অর্ডারে আব্দুল মাজিদ ৮৮ বলে ৬৩, অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ৯৫ বলে ৭১ ও শেষ দিকে আরিফুল হক ৪৪ বলে ৫৫ রান করে মোহামেডানকে লড়াকু সংগ্রহ এনে দেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রানের সংগ্রহ পায় মতিঝিলের দলটি। গাজী গ্রুপের টিপু সুলতান ৩ উইকেট নেন।
জবাবে এসএম মেহরব হাফ-সেঞ্চুরি করলেও অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারে গাজী গ্রুপ। ৪৯ ওভারে ২২০ রানে অলআউট হয় তারা। ৭৯ বলে ৬৩ রান করেন মেহেরব।
ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন ওপেনার মেহেদী মারুফ। মোহামেডানের নাজমুল ইসলাম, এনামুল হক জুনিয়র, মুশফিক হাসান ও খালেদ আহমেদ ২টি করে উইকেট নেন।
এ জয়ে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে মোহামেডান। সমান সংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে গাজী গ্রুপ।