বাংলাদেশ-আয়ারল্যান্ডের খেলা দেখা এখনও ‌‘অনিশ্চিত’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৪ মে ২০২৩
বাংলাদেশ-আয়ারল্যান্ডের খেলা দেখা এখনও ‌‘অনিশ্চিত’

দেশের মাঠে টানা বেশ কয়েকটি সিরিজ খেলার পর এবার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বের উন্নত দেশে খেলতে গেলেও টাইগারদের ক্রিকেট ম্যাচ টিভিতে দেখানোর বিষয়ে এখনো নিশ্চিত করেনি আয়োজক দেশ। ফলে টাইগার ভক্তদের এখনো কোন সুখবর দিতে পারেছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৯ মে (মঙ্গলবার)। সিরিজটি উপলক্ষে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ড পৌঁছে নিজেদের অনুশীলন শুরু করেছে।

সিরিজটি সম্পর্কে বিস্তারিত জানতে বৃহস্পতিবার (৪ মে) মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউতদ্দিন সুজনের সাথে কথা বলেন সাংবাদিকরা। এ সময় সিরিজটি টেলিভিশনে সম্প্রচারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আয়োজন দেশ এখনো কিছু চূড়ান্তভাবে জানায়নি।

বিসিবি সিইও বলেন, ‍“আমরা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি এবং জানতে চেয়েছি যে, বাংলাদেশ টেরিটরিতে কোন চ্যানেলে খেলা দেখাবে? তারা বিষয়টা এখনও নিশ্চিত করতে পারেনি। সেই কারণেই হয়তো তারা আমাদের জানায়নি। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা জানতে পারব। তারা যদি ঠিক করতে পারে আমরা জানিয়ে দেব।”

এর আগেও বাংলাদেশের বেশ কয়েকটি বিদেশ সফরের খেলা সরাসরি দেখা যায়নি। এবারও কি সেই পথেই যাচ্ছে। আইসিসির সুপার লিগের অংশ এই সিরিজের খেলা টিভি চ্যানেলে দেখার বিষয়ে কতটা আশা করা যায় সে বিষয়েও বিসিবির সিইও-এর কাছে জানতে চাওয়া হয়েছিল।

নিজামউদ্দিন সুজন বলেন, “ব্রডকাস্টের বিষয়টি সম্পূর্ণ স্বাগতিক দেশের উপর নির্ভর করে, তারাই এটা চূড়ান্ত করে। এটা হোস্ট বোর্ডের রেসপনসিবিলিটি। তারা যখন বিষয়টি নিশ্চিত করবে তখনই একমাত্র আমরা জানাতে পারবো।”

তিনি আরও বলেন, “আপনাদের (সাংবাদিক) মতো আমরাও আশা করি, বাংলাদেশের সাধারণ দর্শকরা যাতে খেলা দেখতে পারে। সেই জন্য আমাদের জানতে চাওয়া, তাদের সঙ্গে যোগাযোগ করা।”

সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ হওয়ায় ‘আইসিসি টিভি’-তে দেখানোর বিষয়ে সুজন বলেন, “এটা ভিন্ন প্ল্যাটফর্ম। এবং এটা আরেকটা অপশন। আমাদের জানতে চাওয়াটা মূলত মেইন টিভিতে বা চ্যানেলে বা কোন মাধ্যমে খেলাটা দেখাবে কি-না। আশা করি আমরা জানতে পারবো।”



শেয়ার করুন :