সেঞ্চুরি হাকিয়ে জানান দিলেন আফিফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৪ মে ২০২৩
সেঞ্চুরি হাকিয়ে জানান দিলেন আফিফ

ফর্মের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন বাংলাদেশের এক সময়ের নির্ভরযোগ্য ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। হঠাৎ করেই জাতীয় দলের বাইরে চলা আসা আফিফ এখন চলতি বছর ভারত বিশ্বকাপেও অনিশ্চিত। তবে চলমান ডিপিএলে আবাহনীর হয়ে খেলা আফিফ নিজেকে ঠিকই জানান দিলেন।

বৃহস্পতিবার (৪ মে) নারায়নগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছে আবাহনী লিমিটেড। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফিফের দল আবাহনী।

টস হেরে নাঈম শেখকে নিয়ে ব্যাট হাতে ওপেনার করতে নামেন এনামুল হক বিজয়। তাদের ওপেনিং জুটি থেকে আসে ৫৫ রান। ব্যক্তিগত ৩১ রানে বিজয় সাজঘরে ফিরলে ওপেনিং জুটি ভাঙে। ৩৫ বলে ৫টি চার ও এক ছয়ে এ রান করেন বিজয়।

বিজয়ের পর দলীয় ৯০ রানে নাঈম শেখ ফিরে গেলে ব্যাট হাতে মাঠে নামেন আফিফ। উইকেটে মাহমুদুল হাসান জয়ের সাথে জুটি গড়েন তিনি। তবে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। জয়ের পর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে বড় রানের জুটি গড়েন আফিফ। সৈকত ৬৭ রানের ফিলে গেলেও ব্যাট হাতে অবিচল ছিলেন আফিফ।

শেষ পর্যন্ত ১০১ বল খেলা আফিফের ব্যাট থেকে আসে ১১১ রান। ১০৯.৯০ স্ট্রাইক রেটে খেলা আফিফের অপরাজিত এ ইনিংসে ৬টি চার ও পাঁচটি ছক্কার মার ছিল। আফিফের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে আবাহনীর সংগ্রহ দাঁড়ায় ২৮৫ রান।



শেয়ার করুন :