পারফর্ম্যান্সের ঘাটতির কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব। তবে টিম ম্যানেজমেন্টের দৃষ্টির বাইরে রয়েছেন তার নয়। ফলে বিশ্বকাপের আগে আফিফকে আরও পরখ করে দেখতে এবার ‘এ’ দলে রাখা হলো। শুধু তাই নয়, বাংলাদেশ ‘এ’ দলের দলনেতাও করাও হয়েছে আফিফকে।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুইটি ‘আনঅফিসিয়াল’ টেস্টের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে বাঁহাতি ব্যাটার আফিফকে অধিনায়ক করা হয়েছে।
আফিফের নেতৃত্বে ঘোষিত দলে ৮ জন ক্রিকেটার চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন। বাকিরা হলেন- মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলি, তানভির ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান এবং রিপন মণ্ডল।
তিনটি ‘আনঅফিসিয়াল’ টেস্ট খেলতে ১১ মে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু ১৬ মে। একই স্টেডিয়ামের আউটার মাঠে পরের ম্যাচটি মাঠে গড়াবে ২৩ মে। ৩০ মে সিলেট স্টেডিয়ামের মূল মাঠে শুরু হবে সিরিজের শেষ ম্যাচ।
বাংলাদেশ ‘এ’ দল
আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলি (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান, রিপন মণ্ডল।