আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দলে যোগ দিতে ইংল্যান্ডের চেমসফোর্ডে পৌঁছেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। সেখানে পৌঁছে দলের সাথে যোগ দিয়েছেন তিনি।
পারিবারিক কারণে আইপিএল ছেড়ে আসা লিটন মঙ্গলবার দিবাগত রাতে (১টা ৪০ মিনিট) দেশ ছাড়েন। আইপিএলে নিজের অভিষেক মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র ১ ম্যাচ খেলে ৪ রান করেন তিনি।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে অংশ নেওয়া বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার যুক্তরাজ্যের ফ্লাইটে তার রওনা হওয়ার কথা রয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটানো তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান খুব শীঘ্রই দলের সাথে যোগ দিবেন।
টিম ম্যানেজমেন্টের আশা, শুক্রবার আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের অনুশীলন ম্যাচের আগে সকল খেলোয়াড় দলে যোগ দিবেন। এর আগে বাংলাদেশ থেকে দুই ভাগে বিভক্ত হয়ে ইংল্যান্ডের উদ্দেশে ছেড়েছে বাংলাদেশ দল।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে- ৯, ১২ এবং ১৪ মে। ইংল্যান্ডের কাউন্টি এসেক্স গ্রাউন্ড চেমসফোর্ডে হবে সিরিজের সবগুলো ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচ আইসিসি সুপার লিগের অংশ।
বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।