দুই ভাগে দেশ ছাড়লো টাইগাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ এএম, ০১ মে ২০২৩
দুই ভাগে দেশ ছাড়লো টাইগাররা

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের উদ্দেশ্যে দুই গ্রুপে ভাগ হয়ে দেশ ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম গ্রুপ রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এবং দ্বিতীঢ গ্রুপ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে ইংল্যান্ডের উদ্দেশ্যে বিমান ধরেছে তামিম ইকবালরা।

ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্স গ্রাউন্ড চেমসফোর্ডে সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ হওয়ায় স্বাগতিক আয়ারল্যান্ডের জন্য বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার এ সিরিজটি দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম ধাপে ঢাকা ছেড়েছেন পাঁচ ক্রিকেটার ও চারজন কোচিং স্টাফ। চার ক্রিকেটার হলেন- ব্যাটার নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, ইবাদত হোসেন, ইয়াসির চৌধুরী রাব্বি এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। এছাড়া হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও টিম ম্যানেজার নাফিস ইকবালও রাতের বিমানে ইংল্যান্ডে গিয়েছেন।

দ্বিতীয় ধাপে সোমবার সকালে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজসহ বেশিরভাগ খেলোয়াড়ই দেশ ছাড়েন। পারিবারিক কারণে আইপিএল ছেড়ে আসা লিটন দাস সোমবার দলের সাথে জাননি। ঢাকা থেকে দুই ফ্লাইটে মোট ১১ জন ক্রিকেটার ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন।

লিটন গেলেও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলা মোস্তাফিজুর রহমান এক সাথে যেতে পারেননি। তবে একই দিন দিল্লি থেকে দলের সাথে যুক্ত হবেন ফিজ। এছাড়া যুক্তরাষ্ট্র থাকা সাকিব আল হাসানও সরাসরি লন্ডনে দলের সাথে যোগ দিবেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সিলেটে একটি সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ। তবে সেখানে সাকিব-লিটন-মোস্তাফিজ ছিলেন না।

সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। মে মাসে আয়ারল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজটি অনুষ্ঠিত হবে। সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ৯, ১২ এবং ১৪ মে।

বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।



শেয়ার করুন :