সবার আগে ঢাকায় হাথুরুসিংহে, দল নিয়ে যাচ্ছেন সিলেটে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৬ এপ্রিল ২০২৩
সবার আগে ঢাকায় হাথুরুসিংহে, দল নিয়ে যাচ্ছেন সিলেটে

ফাইল ফটো

পরিবারের সাথে ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টাইগার দলের বর্তমান কোচিং প্যানেলের বিদেশিদের মধ্যে সবার আগে বাংলাদেশে ফিরলেন হাথুরু। এবার আয়ারল্যান্ড সফরের দল নিয়ে সিলেটে যাবেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটাররা ব্যস্ত থাকলেও আয়াররল্যান্ড সিরিজের পর ৭ এপ্রিল বাংলাদেশ ছাড়েন জাতীয় দলের কোচিং স্টাফরা। এরপর ঈদের ছুটি কাটান তারা।

ঈদের ছুটি শেষে সোমবার বাংলাদেশে পৌঁছেছেন হাথুরুসিংহে। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সিরিজের আগে সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্প করবেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডে এ সময় বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের মাটিতে হবে সিরিজটি।

ইংল্যান্ডের চেমসফোর্ডের এসেক্স ক্রিকেট ক্লাবের ভেন্যুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

সফরের জন্য ৩০ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ। এর আগে সিলেটে তিন দিনের রুদ্ধদ্বার অনুশীলন ক্যাম্প করবে তারা। আজ বুধবার (২৬ এপ্রিল) আয়ারল্যান্ড সফরে থাকা দলের সদস্যদের নিয়ে সিলেটে যাবে হাথুরুসিংহে।

সিলেট পৌঁছে ২৭ থেকে ২৯ এপ্রিল তিন দিন অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। ২৯ এপ্রিল সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় ফিরে পরদিন ৩০ এপ্রিল ইংল্যান্ডের বিমান ধরবে ক্রিকেটাররা। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।



শেয়ার করুন :