চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে কনুইয়ের পুরনো ইনজুরিতে পড়েন ইংল্যান্ডের ডান-হাতি পেসার জোফরা আর্চার। এরপর মুম্বাইয়ের সর্বশেষ চার ম্যাচে খেলতে পারেননি তিনি।
এদিকে, বিশ্বকাপকে সামনে রেখে দ্রুত মাঠে ফিরতে মরিয়া আর্চার। সংবাদ মাধ্যমে আর্চার বলেন, “পুরোপুরি ফিট হওয়ার পরও গত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আশা করিনি।”
তিনি আরও বলেন, “দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার প্রভাব পড়েছে, ইনজুরি থেকে ফেরার পর শরীর শতভাগ সায় দিচ্ছে না। বেশ কিছু সময় মনে হয়েছে, ইনজুরি অনেক বেশি গুরুতর। পরবর্তী ম্যাচ কোনটি হবে, সেটি আমি জানি না। সুস্থ হয়ে উঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।”
চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ দিয়ে মাঠে ফিরেন ২৮ বছর বয়সী আর্চার। গত মার্চে বাংলাদেশ সফরে ২টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২ এপ্রিল এবারের আইপিএলে প্রথম খেলতে নামেন আর্চার। ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। তবে ইনজুরিতে পড়ায় আর ফিরতে পারেননি তিনি।