রজমান শেষে সারা দেশে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। ঈদ উৎসবে মেতেছে সারা দেশ। গ্রামের বাড়ি মাগুড়াতে ঈদ পালন করছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ছয় বছর পর দেশের বাড়ির আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন করছেন তিনি।
শনিবার (২২ এপ্রিল) সকালে বাবা মাশরুর রেজাকে নিয়ে মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদের নামাজ আদায় করেন সাকিব। নামাজ শেষে স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন তিনি।
এরপর বন্ধুদের সাথে মাগুরায় ঘুড়ে বেড়ান সাকিব। সেখানেই নির্জন খোলা জায়গায় সারি সারি গাছের মাঝে স্থানীয় কিছু ছেলেরা টেপ-টেনিস বলে ক্রিকেট খেলছিল। সেটি দেখে আর লোভ সামলাতে পারেননি সাকিব।
ব্যাট হাতে নেমে যান সাকিব। অল্প কিছুক্ষণ ব্যাটিংও করেন তিনি। ঈদের দিনটা বেশ ভালোভাবেই উপভোগ করছেন তিনি।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব। তিনি লিখেন, “আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!”