নারী দলের প্রধান কোচ কোর্টনি ওয়ালশের সাথে চুক্তি নবায়ন করছে না ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। ওয়ালশের সাথে দুই সহকারী কোচ সাবেক ব্যাটার রবার্ট স্যামুয়েলস ও সাবেক পেসার কোরি কলিমোরের সাথে চুক্তি বাড়াবে না সিডব্লুআই।
সিডব্লুআই ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামস এক বিবৃতিতে বলেছেন, “গত আড়াই বছরে অবদান রাখার জন্য কোর্টনি ও তার টেকনিক্যাল দলের প্রতি আমরা কৃতজ্ঞ।”
তিনি বলেন, “নারীদের আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি ওয়েস্ট ইন্ডিজ প্রতিজ্ঞাবদ্ধ এবং এখন আমরা নতুন প্রধান কোচ ও টেকনিক্যাল কমিটি বাছাইয়ে মনোযোগ দেব। এ নিয়োগ প্রক্রিয়ার সময়ে অন্তবর্তীকালীন একটি টেকনিক্যাল টিম দায়িত্ব চালিয়ে নিবে।”
২০২০ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ ওয়ালশ।
তার অধীনে ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে দেশে ও পাকিস্তানের মাঠে সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ। ২০২২ ওয়ানডে বিশ্বকাপে সেমি-ফাইনালে ওঠে তারা।
ওয়ালশের কোচিংয়ে ২৪ টি-টোয়েন্টিতে মাত্র ৭টি জয়, ৩২ ওয়ানডেতে ১১টিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডজ নারী ক্রিকেট দল।
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে মাত্র দু’টিতে জিতে নক-আউট পর্বেও উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।