আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডের মাঠে অনুষ্ঠিতব্য এ সিরিজেও দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে আইরিশদের বিপক্ষে ঘরের মাঠেও তাদের খেলানো হয়নি।
আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ এ সিরিজে নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী বাঁহাতি পেসার মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
নতুন মুখ মৃত্যুঞ্জয় চৌধুরী ছাড়াও দলে ফিরেছেন শরিফুল ইসলাম ও তাইজুল আহমেদ। এছাড়া ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে ইনজুরিতে পড়া তাসকিন আহমেদকে রাখা হয়েছি বিশ্রামে। তবে ওই সিরিজ থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ।
সুপার লিগের অংশ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। এ সিরিজেও দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। সর্বশেষ ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলের বাইরে ছিলেন তিনি।
৯ মে থেকে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে- ১২ ও ১৪ মে।
বাংলাদেশ ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরী, শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী।