প্রাণঘাতি করোনাভাইরাসের সময় বিদেশি আম্পায়ারদের ভ্রমণ সমস্যায় দেশীয় আম্পায়ারদের প্রধান্য দিয়েছিল আইসিসি। সেই সুযোগে গত আড়াই বছরে হোমে একে একে ৯টি টেস্ট ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এবার আরও একটি সুখবর পেলেন তিনি। জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার এবার মনোনিত হলেন আইসিসির ইমার্জিং আম্পায়ার হিসেবে।
গত ১৫ মার্চ আইসিসি থেকে এ পদোন্নতি পেয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাত দিয়ে দৈনিক সমকালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে আইসিসি ইমার্জিং আম্পায়ার হলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এর আগে এনামুল হক মনি বাংলাদেশ থেকে প্রথম ব্যক্তি হিসেবে আইসিসি ইমার্জিং আম্পায়ার হয়েছিলেন।
বিসিবি আম্পায়ার্স বিভাগের এক কর্মকর্তা বরাত দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়, এক-দুই মাসের মধ্যেই সৈকতকে দ্বিপক্ষীয় সিরিজের জন্য নিয়োগ দেওয়া হতে পারে। ধারণা করা হচ্ছে, আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে অভিষেক হতে পারে সৈকতের।