আফিফের ব্যাটে আবাহনীর টানা অষ্টম জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০১ পিএম, ০৭ এপ্রিল ২০২৩
আফিফের ব্যাটে আবাহনীর টানা অষ্টম জয়

ব্যাটার আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা অষ্টম জয়ের স্বাদ পেয়েছে আবাহনী লিমিটেডের। শুক্রবার (৭ এপ্রিল) নিজেদের অষ্টম ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে আবাহনী।

ব্যাট হাতে ৬২ বলে ৮০ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন আফিফ। ৮ খেলায় ৮ জয়ে পূর্ণ ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলো আবাহনী। ৮ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। ভারতীয় চিরাগ জানির ৫৪, সাব্বির রহমানের ৪৮, শেষ দিকে সোহাগ গাজীর ২০ বলে ১টি চার ও ৫টি ছক্কায় ৪৮ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৬ রানের সংগ্রহ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

৩টি ছক্কায় ১৫ বলে ২৮ রান করেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আবাহনীর পাকিস্তানি স্পিনার দানিশ আজিজ ৪ উইকেট নেন।

জবাবে ইনফর্ম ওপেনার এনামুল হক বিজয় ২৮ রানে ফিরলেও ৭৬ রানের নান্দনিক ইনিংস খেলেন মোহাম্মদ নাইম। এরপর মিডল অর্ডারে ব্যাটাররা ব্যর্থ হলেও পঞ্চম উইকেটে অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে নিয়ে ৭৬ ও ষষ্ঠ উইকেটে মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে অবিচ্ছিন্ন ৫৫ রান যোগ করে আবাহনীর জয় নিশ্চিত করেন আফিফ।

মোসাদ্দেক ২৮ রানে থামলেও অপরাজিত থাকেন আফিফ ও সাইফুদ্দিন। ৬টি চার ও ৪টি ছক্কায় ৬২ বলে অনবদ্য ৮০ রান করেন আফিফ। ২৩ বলে ২৬ রান করেন সাইফুদ্দিন।



শেয়ার করুন :