প্রতিবারের ন্যায় এবার স্বাধীনতা দিবসে মিরপুরে প্রদর্শনী ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৬ মার্চ (রোববার) মহান স্বাধীনতা দিবসে মিরপুরে বসবে সাবেক ক্রিকেটারদের মিলনমেলা।
প্রদর্শনী ম্যাচে এবারও লাল ও সবুজ দলের হয়ে ব্যাট-বল হাতে মাঠ মাতাবেন দেশের ক্রিকেটাজ্ঞনের সাবেক তারকারা। এবারের প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ ওভারের টি-১০ ফরম্যাটে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এ ম্যাচের জন্য ইতিমধ্যে দুই দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে বিসিবি। যেখানে বাংলাদেশ লাল দলের হয়ে খেলবেন জাভেদ ওমর বেলিম এবং তুষার ইমরানরা। অন্যদিকে, বাংলাদেশ সবুজ দলের হয়ে খেলবেন নান্নু-আকরাম খানরা।
বাংলাদেশ লাল একাদশ
মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, হাবিবুল বাশার, রাহুল নিয়ামুর রশিদ, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, মোরশেদ আলী খান, হাসানুজ্জামান ঝোড়ু, এহসানুল হক সিজান, তালহা জুবায়ের, শফিউদ্দিন আহমেদ বাবু, খান আবদুর রজব, দীপু রায় চৌধুরী এবং মোহাম্মদ আলী।
বাংলাদেশ সবুজ একাদশ
আব্দুল হান্নান সরকার, শাহরিয়ার নাফীস, আতহার আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ আলম, নাজমুল হোসেন, মিজানুর রহমান বাবুল, ফাহিম মুনতাসির সুমিত, হাসিবুল হোসেন শান্ত, রবিউল ইসলাম, এ এস এম রকিবুল হাসান।