নীরবে অবসরে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পেইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৮ মার্চ ২০২৩
নীরবে অবসরে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পেইন

অনেকটা নীরবেই ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন। কোন কিছু আগ থেকে না জানিয়ে তাসমানিয়াতে একটি ম্যাচ শেষে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি টেস্টে বল-বিকৃতি ঘটনায় অধিনায়কের পদ থেকে স্টিভ স্মিথকে সরিয়ে দেওয়ার পর ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার দায়িত্ব পালন করেন পেইন। ২৩ টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন স্মিথ। তার অধীনে ১১টিতে জয়, ৮টিতে হার ও ৪টিতে ড্র করে অস্ট্রেলিয়া।

২০১৭ সালে তাসমানিয়া ক্রিকেটে এক নারী সহকর্মীকে আপত্তিকর বার্তা এবং ছবি পাঠিয়েছিলেন পেইন। ওই সময় ঘটনাটা ধামাচাপা পড়লেও ২০২১ সালে সব ঘটনা প্রকাশ্যে আসে।

যৌন কেলেঙ্কারির অভিযোগে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েন পেইন। প্রায় এক বছর পর ২০২২ সালে ঘরোয়া ক্রিকেটে ফিরেন তিনি। শুক্রবার (১৭ মার্চ) কুইন্সল্যান্ডের বিপক্ষে একটি ঘরোয়া ম্যাচে তাসমানিয়ার হয়ে শেষবারের মতো প্রথম-শ্রেণির ম্যাচ খেলেন পেইন। ম্যাচ শেষে গার্ড অফ অনার দেওয়া হয়।

এক বিবৃতিতে তাসমানিয়ার টাইগার জানায়, “একজন অনুপ্রেরণাকারী অধিনায়ক, আমাদের অন্যতম সেরা গ্লাভসম্যান এবং তাসমানিয়া ও অস্ট্রেলিয়া ক্রিকেটের কিংবদন্তি। সত্যিই চমৎকার ক্যারিয়ারের জন্য টিম পেইনকে অভিনন্দন।”

অস্ট্রেলিয়ার হয়ে ৩৫টি টেস্টে ১৫৩৫ রান, ৩৫টি ওয়ানডেতে ৮৯০ রান ও ১২টি টি-টোয়েন্টিতে ৮২ রান করেন টিম পেইন।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

কেন্দ্রীয় চুক্তির পর রাজ্য দল থেকেও বাদ পড়লেন টিম পেইন

কেন্দ্রীয় চুক্তির পর রাজ্য দল থেকেও বাদ পড়লেন টিম পেইন

পেইনকে অধিনায়ক করা ভুল বার্তা ছিল

পেইনকে অধিনায়ক করা ভুল বার্তা ছিল

বিশ্বকাপে আফগানদের খেলতে দিতে চান না পেইন

বিশ্বকাপে আফগানদের খেলতে দিতে চান না পেইন

মাঠের মাইক্রোফোনে ধরা টিম পেইন, জরিমানা

মাঠের মাইক্রোফোনে ধরা টিম পেইন, জরিমানা