টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দলে রনি তালুকদার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪১ পিএম, ১৬ মার্চ ২০২৩
টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে দলে রনি তালুকদার

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আগেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আঙুলে চোট পাওয়ায় সিরিজ থেকে ব্যাটার জাকির হাসান ছিটকে যাওয়ায় দলে ডাক পেলেন রনি তালুকদার।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। মূলত জাকিরের ইনজুরির কারণে বদলি হিসেবে ডাক পেয়েছেন রনি তালুকদার।

বলা হয়, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ব্যাটার জাকির হাসান। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় বুড়ো আঙুলে চোট পেয়েছেন ২৫ বছর বয়সী বাঁহাতি টাইগার ব্যাটার।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, “নেটে ব্যাট করার সময় জাকিরের বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লেগেছে। একটি এক্স-রে একটি ছোটখাটো ফ্র্যাকচার ধরা পড়েছে, যা সেরে উঠতে প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে। দুর্ভাগ্যবশত, এর মানে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য তাকে পাওয়া যাবে না।”

শনিবার থেকে সিলেটে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘ ৮ বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া রনি তালুকদারের হয়তো প্রথম ম্যাচেই ওয়ানডে ফরম্যাটে অভিষেক হতে পারে।

বাংলাদেশ ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মাহমুদুর রহমান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং রনি তালুকদার।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ারল্যান্ডের কাছে হারলো বিসিবি একাদশ, একমাত্র লড়লেন সৌম্য

আয়ারল্যান্ডের কাছে হারলো বিসিবি একাদশ, একমাত্র লড়লেন সৌম্য

২২ ধাপ এগিয়েছেন শান্ত, লিটনের অগ্রগতি ১২ ধাপ

২২ ধাপ এগিয়েছেন শান্ত, লিটনের অগ্রগতি ১২ ধাপ

ভাবেনি ম্যাচ জিতবো, আমরা অসাধারণ করেছি : সাকিব

ভাবেনি ম্যাচ জিতবো, আমরা অসাধারণ করেছি : সাকিব

ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো বাংলাদেশ