বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের স্পন্সর ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ড সিরিজে থাকা টাইটেল ও পাওয়ার্ড বাই হিসেবে থাকা দুটি প্রতিষ্ঠানের সাথে এবার আরও কয়েকটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। মাঝে কয়েক সিরিজ বিরতির পর ক্রিকেটে স্পন্সর হিসেবে ফিরেছে দেশসেরা শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন।
বুধবার (১৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের স্পন্সর ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আয়ারল্যান্ড সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইংল্যান্ড সিরিজের থাকা মধুমতি ব্যাংক লিমিটেড। একই সাথে থাকছে কাজী এন্টারপ্রাইজেন্স লিমিটেডের ডিটারজেন্ট ব্র্যান্ড মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডাররফি।
এছাড়া মাঝে কয়েক সিরিজে না থাকা দেশসেরা শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন আবারও ফিরেছে, তারা রয়েছে কো-স্পন্সর হিসেবে। আর অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে রয়েছে কসমেটিকস ব্র্যান্ড রিমার্কস।
অনুষ্ঠানে বিসিবির পক্ষ থেকে পরিচালক ও মিডিয়া এন্ড কমিউনিকেশন কমিটির প্রধান তানভিরআহমেদ টিটু উপস্থিত ছিলেন। এছাড়া মধুমতি ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকটির চেয়ারম্যান হুমায়ুন কবির ও প্রধান নির্বাহী মো. সফিউল আজম; মিস্টার হোয়াইট ডিটারজেন্টের পক্ষ থেকে সিইও রফিকুল আমিন; ওয়ালটনের পক্ষ থেকে চিফ দিদারুল আলম খান এবং রিমার্কের পক্ষ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ক্রিকেটের সাথে স্পন্সর হিসেবে যুক্ত হতে পেরে সকলেই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানান। একই সাথে ইংল্যান্ডের সাথে দুর্দান্ত খেলা বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষেও জয় অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
সিলেট, চট্টগ্রাম এবং ঢাকায় -এ তিন ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিলেটে ওয়ানডে, চট্টগ্রামে টি-টোয়েন্টি এবং ঢাকা টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।
স্পোর্টসমেইল২৪/আরএস