বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি ফরম্যাটে হোয়াইটওয়াশ করায় বড় অঙ্কের পুরস্কার পাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। মঙ্গলবার (১৪ মার্চ) ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমন তথ্য জানিয়েছেন।
সাংবাদিকদের তিনি বলেন, “তারা (বাংলাদেশ ক্রিকেট দল) প্রথমবার কিছু করলে আমরা তাদের বোনাস দিতাম। ইংল্যান্ড ছাড়া আমরা সব প্রতিপক্ষের বিরুদ্ধেই সিরিজ জয় করেছিলাম। তবে তাদের (ইংল্যান্ড) বিপক্ষে আমরা কোনো ফরম্যাটে সিরিজ জিততে পারিনি। তাই তারা এটা (বোনাস) পাবে।”
ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ শুধুমাত্র সিরিজ জিতেনি, প্রথমবার খেলতে নেমেই একেবারে বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশদের হোয়াইটওয়াশ করার লজ্জা দিয়েছে। ফলে টাইগার পুরস্কারটাও একটু বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে।
বিসিবি সভাপতিও এমনটার ধারণা দিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, “তারা (ক্রিকেটাররা) বলেছিল, আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের পরাজিত করেছি এবং তাদের ক্লিন সুইপও করেছি। তাই তারা একটু বেশি দাবি করেছিল এবং আমি বললাম ঠিক আছে।”
নাজমুল হাসান পাপন পুরস্কারের অঙ্কটা ঠিক না জানালেও বিসিবি সূত্রে জানা গেছে, টাইগারদের জন্য পুরস্কারের অঙ্কাটা ৩ থেকে ৫ কোটি হতে পারে। যা খুব শিগগিরই পুরস্কারের অর্থ সাকিবদের হাতে তুলে দেওয়া হবে।
স্পোর্টসমেইল২৪/আরএস