বিশ্ব ক্রিকেটে শক্তিমত্তার পরিচয় দিল বাংলাদেশ : ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৪ মার্চ ২০২৩
বিশ্ব ক্রিকেটে শক্তিমত্তার পরিচয় দিল বাংলাদেশ : ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডেকে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদেরও অভিনন্দন জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল বিশ্ব ক্রিকেটে তাদের সামর্থ ও শক্তিমত্তার পরিচয় দিয়েছে। পুরো সিরিজেই লড়াকু মনোভাব ছিল টাইগারদের। গৌবরোজ্জ্বল এ অর্জন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে। নতুন প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণীত করবে এই বিজয়।

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এ সিরিজের আগে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল টাইগাররা।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

অন্যদের পরীক্ষা করতেই ‘বিশ্রামে’ মাহমুদউল্লাহ : হাবিবুল বাশার

অন্যদের পরীক্ষা করতেই ‘বিশ্রামে’ মাহমুদউল্লাহ : হাবিবুল বাশার

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড : মাশরাফি

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড : মাশরাফি

১২ রানে ৪ শিকার, টি-টোয়েন্টিতে মিরাজের ক্যারিয়ার সেরা

১২ রানে ৪ শিকার, টি-টোয়েন্টিতে মিরাজের ক্যারিয়ার সেরা