মিরপুরে একাদশে পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১২ মার্চ ২০২৩
মিরপুরে একাদশে পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিতলেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়বে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে এমন সমীকরণের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করা একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। শামীম হোসেন পাটোয়ারীকে বাইরে রেখে একাদশে মেহেদী হাসান মিরাজকে ফেরানো হয়েছে। বাংলাদেশের ন্যায় সিরিজ রক্ষার ম্যাচে ইংল্যান্ডও একাদশে একটি পরিবর্তন এনেছে।

দুর্দান্ত ব্যাটিং-বোলিং পারফরমেন্সের সুবাদে চট্টগ্রামের মাটিতে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এ ম্যাচসহ টি-টোয়েন্টিতে মাত্র দু’বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। যেখানে এখন দু’দলের জয়ের পাল্লা সমান-সমান।

মিরপুরে আজ ম্যাচ জিতলেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস রচনা করবে বাংলাদেশ। ফলে সিরিজ রক্ষায় ইংল্যান্ডের সামনে জয়ের কোন বিকল্প নেই।

সেই লক্ষ্যে মিরপুরে স্পিন শক্তি বাড়িয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ সফরে এসে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও অভিষেক হলো রেহান আহমেদের। একাদশে এই লেগ স্পিনারকে জায়গা করে দিতে বাদ পড়েছেন পেসার মার্ক উড।

বাংলাদেশ একদাশ
রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন কমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জফ্রা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, ক্রিস ওকস ও রেহান আহমেদ।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা

দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা

নামের পাশে ৫’শ উইকেট চান হাসান মাহমুদ

নামের পাশে ৫’শ উইকেট চান হাসান মাহমুদ

গালির বদলে গ্যালারিতে এখন হয় শান্ত ধ্বনি

গালির বদলে গ্যালারিতে এখন হয় শান্ত ধ্বনি