সাকিব মাঠকর্মীদের দিলেন পুরস্কার, ক্যাপ চোরকে পেটালেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১০ মার্চ ২০২৩
সাকিব মাঠকর্মীদের দিলেন পুরস্কার, ক্যাপ চোরকে পেটালেন

ইংল্যান্ডকে হারানোর পর চারিদিকে বাংলাদেশ বন্দনা শুরু চলছে। চট্টগ্রাম পর্বে বাংলাদেশ একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। দুটিতেই জিতেছে স্বাগতিকরা।

দুই জয়ের আগে পরে আলোচনায় সেই সাকিব। এবারও এই বাঁ-হাতি অলরাউন্ডার নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। কিন্তু চট্টগ্রাম পর্বের শেষদিনে বৃহস্পতিবার দু’রকম সাকিবকে দেখা গেল।

ইংল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারানোর পর মাঠের কিউরেটর ও মাঠকর্মীদের উপর দারুন খুশি ছিলেন সাকিব। চট্টগ্রামে পাওয়া তিনটি পুরস্কারের মধ্যে একটি পুরস্কারের অর্থ টি-টোয়েন্টি অধিনায়ক দিয়েছেন মাঠ কর্মীদের।

সাকিকের কাছ থেকে এমন অপ্রত্যাশিত পুরস্কার পেয়ে দারুন খুশি সবাই। একই সঙ্গে কিউরেটর ও মাঠকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারও করেছেন তিনি।
অথচ মাঠের বাইরে সেদিনই অন্য এক সাকিবকেও দেখা গেল। এর আগেও সমর্থক পিটিয়েছেন সাকিব।

প্রথম টি-টোযেন্টি ম্যাচে জয় পাওয়ার পর সাকিবকেও খুব হাসিখুশি দেখা গেছে। বিসিবি সভাপতিসহ অন্যসবার সঙ্গেই তিনি টুকটাক আলোচনা করেছেন মাঠের মধ্যেই।

এরপরই চট্টগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দেন সাকিব। আগে থেকে বুঝতে পেরে সাকিবকে এক নজর দেখার জন্য ভক্তরা বাইরে অপেক্ষায় ছিলেন। অুনষ্ঠান ছেড়ে বেরিয়ে আসার সময় ভক্তরা তাকে ঘিরে ধরেন।

এই সময়ে সুযোগ সন্ধানী একজন সাকিবের মাথা থেকে টুপি খুলে নেয়। সাকিবও দ্রুত ক্যাচ ধরার মতো তাকে ধরে ফেলেন। এরপরই ক্যাপ দিয়ে ব্যাট চালানোর মতো মারতে থাকেন সাকিব।

ওই সাকিব সমর্থক কিংবা ক্যাপ চোরকে ক্যাপ দিয়ে পিটিয়ে আবারও সমালোচনায় এলেন বাংলাদেশ দলের টি ২০ অধিনায়ক। সুলতান নামে একটি ফ্যাশন হাউজের উদ্বোধন করতে যান তিনি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্পোর্টসমেইল২৪/জেএম

 



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অগ্নিমূর্তি ধারণের অপেক্ষায় বাংলাদেশ

বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অগ্নিমূর্তি ধারণের অপেক্ষায় বাংলাদেশ

৫০তম জয়ের ম্যাচে খেলার ধরণে খুশি সাকিব

৫০তম জয়ের ম্যাচে খেলার ধরণে খুশি সাকিব

দুই শটে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ, চ্যাম্পিয়ন নেপাল

দুই শটে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ, চ্যাম্পিয়ন নেপাল

গালির বদলে গ্যালারিতে এখন হয় শান্ত ধ্বনি

গালির বদলে গ্যালারিতে এখন হয় শান্ত ধ্বনি