টানা দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হেরেছে বাংলাদেশ। তবুও কিছুপাওয়ার আছে তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে। এছাড়া বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন এটি। শেষ লড়াইয়েও টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এলো। টস জিতে তামিম ইকবাল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়। বাংলাদেশ দল একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে।
বিশ্রামে দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। তার জায়গায় সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার ইবাদত হোসেন। এ নিয়ে টানা তিন ম্যাচেই টস জিতলো বাাংলাদেশ। দুই বার প্রথমে ব্যাটিংয়ে নিয়েছেন তামিম। একবার নেন ফিল্ডিং।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট কিছুটা স্পিন সহায়ক হবে বলে ধারণা করছেন তামিম। টস জিতে তিনি বলেন, “উইকেট বেশ শুষ্ক ।এখানে স্পিনাররা কিছুটা সহায়তা পেতে পারে। ব্যাটিং ইউনিট হিসাবে স্কোর বোর্ডে ভালো স্কোর করতে চাই।"
তিনি বলেন, “তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে।"
এদিকে জস বাটলার জানালেন, তিনি টস জিতলে ফিল্ডিং নিতেন। ইংল্যান্ড দল তিনটি পরিবর্তন নিয়ে একাদ সাঁজিয়েছে। দলে ফিরেছেন জফরা আর্চার ও ক্রিস ওকসও। বাদ পড়েছেন উড, জ্যাকস ও মাহমুদ।
ব্যাটিং নিয়েও শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম ওভারেই স্যাম কারানের বলে আউট হন লিটন দাস।
আবারও শূন্য রানে আউট হলেন। আগের ম্যাচে গোল্ডেন ডাক মেরেছিলেন। সিরিজটা মোটেই ভালো গেল না এই ডানহাতি ওপেনারের।
স্পোর্টসমেইল২৪/জেএম