উইমেন্স লিগ এক্সিবিশনে খেলতে পাকিস্তান গেলেন জাহানারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৫ মার্চ ২০২৩
উইমেন্স লিগ এক্সিবিশনে খেলতে পাকিস্তান গেলেন জাহানারা

নারী দিবস উপলক্ষে পাকিস্তানে আয়োজিত উইমেন্স লিগ এক্সিবিশনে খেলতে গেলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। সেখানে সুপার উইমেন দলে খেলবেন তিনি। দলটির নেতৃত্বে রয়েছেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার নিদা দার।

পাকিস্তানে উইমেন্স লিগ এক্সিবিশনের খেলার বিষয়টি জাহানারা নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্রাটাসে তিনি এ তথ্য জানান।

যদিও স্ট্যাটাসে বিস্তারিত কিছু বলেননি তিনি। জাহানারা লিখেন, “রওনা হলাম পাকিস্তান, ইনশা আল্লাহ।” একই সাথে হযরত শাহজালাল বিমানবন্দরে উপস্থিত থাকা নিজের দুটি ছবিও প্রকাশ করেন তিনি।

এদিক জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে মেয়েদের টি-টোয়েন্টি লিগ চালু করতে চায় পাকিস্তান। যার প্রস্তুতি হিসেবেই ছেলেদের চলমান পিএসএলের মধ্যে মেয়েদের নিয়ে তিনটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করবে পিসিবি।

প্রদর্শনী ম্যাচের জন্য ইতিমধ্যে দুটি দল গঠন করা হয়েছে। দল দুটি হলো- অ্যামাজন ও সুপার উইমেন। দুই দলে সাতটি দেশের ১০ জন বিদেশি নারী ক্রিকেটারকে রাখা হয়েছে। তবে একটি ম্যাচে সর্বোচ্চ তিনজন বিদেশি ক্রিকেটার খেলানো যাবে।

মূলত নারী আইপিএলের প্রতিদ্বন্দ্বি তৈরি করতেই পাকিস্তান এ পথে হাঁটছে। প্রথমত ভারত তিনটি দল নিয়ে নারীদের টি-টোয়েন্টি লিগ চালু করেছিল। যা এখন একটি পূর্ণাঙ্গ নারী আইপিএলে রূপ নিয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশাল হারে আরেকবার শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

বিশাল হারে আরেকবার শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আইপিএল নিলাম একজন খেলোয়াড়কে সংজ্ঞায়িত করে না : জ্যোতি

আইপিএল নিলাম একজন খেলোয়াড়কে সংজ্ঞায়িত করে না : জ্যোতি

বাংলাদেশ নারী ক্রিকেটারকে ফিক্সিং প্রস্তাব

বাংলাদেশ নারী ক্রিকেটারকে ফিক্সিং প্রস্তাব

জাহানারার বিষয়টি স্পর্শকাতর, সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

জাহানারার বিষয়টি স্পর্শকাতর, সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান