ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) গতবার সুপার লিগে উঠতে না পারায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আর খেলা হয়নি সাকিব আল হাসানের। পরে মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন দল লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলেছেন তিনি। তবে এবার ডিপিএলে ঢাকা মোহামেডানের হয়েই খেলবেন সাকিব।
ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দল চট্টগ্রাম যাওয়ার আগে শনিবার (৪ মার্চ) সকালে মিরপুরের সিসিডিএম কার্যালয়ে এসেছিলেন সাকিব। সেখানেই মোহামেডানের খেলার জন্য নিবন্ধন করেন। যদিও এরপর উপস্থিত সংবাদ মাধ্যমের সাথে কথা বলেননি সাকিব।
মোহামেডানের সিনিয়র ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, মোহামেডান ঐতিহ্যবাহী দল, আমরা সব সময়ই ভালো দল গড়ার চেষ্টা করি। এবারও সাকিব-মাহমুদউল্লাহকে দলে নিয়েছি। আশা করি, সে (সাকিব) আমাদের হয়ে খেলবে।
২০২২ আসরেও সাকিবকে দলভুক্ত করেছিল মোহামেডান। দলটির জার্সি উম্মোচন অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। তবে জাতীয় দল ও ব্যক্তিগত ব্যস্ততা শেষে ফিরে দেখেন সুপার লিগে উঠতে পারেনি তার দল।
পরে মাশরাফির নেতৃত্বাধীন দল লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দেন সাকিব। প্রথম ম্যাচেই দলের জয়ে অবদান রাখেন দেশসেরা এ অলরাউন্ডার। ব্যাট হাতে ২১ রান ও বল হাতে দুই উইকেট নেওয়ার পাশাপাশি প্রাইম ব্যাংক ক্রিকেটার্সের বিপক্ষে ৩ উইকেটের জয় এনে দেন সাকিব।
১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরঅ ঈদ-উল-ফিতরের আগ পর্যন্ত ডিপিএলের গ্রুপ পর্বের খেলা চলবে। ঈদের ছুটি শেষ হলে শুরু হবে সুপার লিগ পর্ব।
স্পোর্টসমেইল২৪/আরএস