মোস্তাফিজুর রহমান; বাংলাদেশ দলের অনেক ম্যাচ জয়ের নায়ক। তবে কোথায় যেন হারিয়ে গেছে মোস্তাফিজের সেই কাটার। বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের আতঙ্ক ছড়াতে পারছেন না। তবুও মোস্তাফিজের উপর বিশ্বাস হারাচ্ছে না নির্বাচকরা। অধিনায়ক তামিম ইকবালও একই কথা শোনালেন।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে টানা হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই বল হাতে ভালো করতে পারেননি মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে ৪২ রানে দিয়ে উইকেট শূন্যের পর দ্বিতীয় ম্যাচে ছিলেন আরও খরচে, ৬৩ রান দিলেও উইকেট শিকার করতে পারেননি।
শুধু তাই নয়, সর্বশেষ পাঁচ ওয়ানডে ম্যাচে মোস্তাফিজের উইকেট শিকারের সংখ্যা মাত্র ২টি। ঘরের মাঠে ভারতের মিরপুরে একটি এবং চট্টগ্রামে একটি পেয়েছিলেন। এরপর সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেও থাকলেন উইকেট শূন্য।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল বলেন, “দলে কেউ অটো চয়েজ না। মোস্তাফিজ অটো চয়েজ না, আমি অটো চয়েজ না। পারফর্ম না করলে আমিও দলে থাকবো না।”
মোস্তাফিজ অটো চয়েজ না হলেও তার উপর দলের সকলের বিশ্বাস রয়েছে যে, মোস্তাফিজ ভালো করতে পারেন। তামিম বলেন, “তবে তার (মোস্তাফিজ) উপর বিশ্বাস রয়েছে। কারণ, সে অনেক ম্যাচে ভালো করেছে। সবার সব সময় ভালো যায় না। সকলেরই ভালো এবং মন্দ সময় যায়।”
দলের হার নিয়ে টাইগার অধিনায়ক বলেন, “অনেক কারণ আছে, যা আমি অনুভব করি। আমরা শুরুর দিকে ৪-৫ ওভারে ভালো বল করিনি। আমার মনে হয়, উইকেট থেকে যথেষ্ট সহায়তা ছিল। তবে আমরা এটাকে পুঁজি করতে পারিনি।”
প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২০৯ রান করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৩২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুইশও করতে পারেনি। দুই ম্যাচের মধ্যে তুলনা করতে গিয়ে তামিম বলেন, “যদি প্রথম ম্যাচের সঙ্গে তুলনা করি, আমি ভেবেছিলাম আমরা ইংল্যান্ডের চেয়ে অনেক ভালো ফিল্ডিং করেছি।”
স্পোর্টসমেইল২৪/আরএস