মিডিয়াতে আমার সম্পর্কে যা আসে সবই গুজব : সাকিব  

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৭ পিএম, ০২ মার্চ ২০২৩
মিডিয়াতে আমার সম্পর্কে যা আসে সবই গুজব : সাকিব   

সাকিব আল হাসানরে অনুরোধেই বৃহস্পতিবার আবার টিম হোটেলে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সাকিব তখন ব্যবসায়িক কাজে অন্য জায়গায় ব্যস্ত। ম্যাচের আগের দিনও তিনি নিজের কাজে ব্যস্ত থাকলেন।

এদিনও সাকিবের সঙ্গে দেখা না করেই ফিরতে হয় নাজমুল হাসানকে। এরআগেও সিরিজ শুরু একদিন আগে টিম হোটেলে গিয়ে সাকিবকে পাননি বিসিবি সভাপতি।

টিম হোটেলে যাওয়ার এবং সাকিবকে নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘‘সাকিবের সঙ্গে ফোনে কথা হয়েছে। তার দেরি হবে (হোটেলে ফিরতে)। সে বলেছিল ৯টার পরে আসেন।

আমি বললাম দেখ তুমি যখন কাজে আছ থাক আমার তেমন কিছু বলার নেই। তোমার সঙ্গে রাতে টেলিফোনে কথা বলব!"
এদিকে ওই অনুষ্ঠানে আবার সাকিব বলেছেন মিডিয়াতে তাকে নিয়ে যে খবর আসে সেটা সঠিক নয়।

তিনি বলেন, ‘‘মিডিয়ায় আমার সম্পর্কে যা আসে তার সবই গুজব।" মিডিয়ায় তাকে নিয়ে খবর তার কাছে হাস্যকর মনে হয়।

ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ চলছে বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে হেরে গেছে স্বাগতিকরা। শুক্রবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু'দল।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

বিয়ে করে সাইফউদ্দিনের আউটের 'উদযাপন'

বিয়ে করে সাইফউদ্দিনের আউটের 'উদযাপন'

প্রথমদিনে আবাহনীতে তাসকিন, ইমরুল মোহামেডানে

প্রথমদিনে আবাহনীতে তাসকিন, ইমরুল মোহামেডানে

হঠাৎ ওয়ানডে দলে শামীম হোসেন

হঠাৎ ওয়ানডে দলে শামীম হোসেন

সাকিবের বলে ক্যাচ নিলেন তামিম

সাকিবের বলে ক্যাচ নিলেন তামিম