অনলাইন টিকিট নিয়ে সুসংবাদ দিলেন বিসিবি’র সিইও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশে ক্রীড়া ইভেন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ক্রিকেট। তবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখতে দর্শকদের পোহাতে হয় নানা ভোগান্তি। যার মধ্যে প্রথম সারিতে রয়েছে ম্যাচের টিকিটপ্রাপ্তি। যদিও টিকিট প্রাপ্তি সহজ করার বিষয়ে সুসংবাদ দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন সুজন।

১ মার্চ থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সিরিজটি উপলক্ষে ঢাকা পর্বের বিষয়ে ইতিমধ্যে টিকিটের মূল্যা ও প্রাপ্তিস্থান জানিয়ে দিয়েছে বিসিবি। তবে অন্যবারের ন্যায় এবারও দর্শকদের টিকিট কিনতে দাঁড়াতে হবে নির্দিষ্ট বুথের সামনে।

যদিও দেশের সচেয়ে জনপ্রিয় খেলা দেখতে টাইগার ভক্তদের বেশ আগে থেকেই অভিযোগ রয়েছে টিকিট প্রাপ্তি আরও সহজ করার। টিকিট কিনতে রাত জেগে লাইন ধরারও ঘটনা রয়েছে। এবার সেই ভোগান্তি নিরসনে অনলাইনে টিকিট প্রাপ্তির বিষয়ে জানালেন বিসিবির সিইও।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নিজামউদ্দিন সুজন বলেন, “চলমান (১ মার্চ থেকে শুরু) ইংল্যান্ড সিরিজে অনলাইন সম্ভব হয়নি। আমি আশা করি, আয়ারল্যান্ড সিরিজ থেকেই আমরা অনলাইনে যাব।”

বড় কোন কারণ না থাকলেও এতো দিন কেন অনলাইন করা হয়নি -এ বিষয়ে তিনি বলেন, “এটা আসলে খুব বেশি বড় কারণে করা হয়নি বিষয়টি তা নয়। টিকিটে স্পন্সরদের বিষয় থাকে, এ জন্য শেষ দিকে চলে আসে। আশা করি পরবর্তী সিরিজ থেকে এটা করতে পারবো। অন্য কোন কোম্পানিকে না দেওয়া হলেও আমরা নিজেরাই (বিসিবি) করতে পারি।”

অনলাইনে টিকিট দিতে তা বেশ আগে থেকে দর্শকরা কিনতে পারবেন এবং অনেকটাই কষ্ট লাঘব হবে সে আশাও করেন বিসিবি সিইও।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

২’শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

২’শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

যখনই দল ভালো না খেলে তখনই ‘গ্রুপিং টার্ম’ ব্যবহার করা হয় : তামিম ইকবাল

যখনই দল ভালো না খেলে তখনই ‘গ্রুপিং টার্ম’ ব্যবহার করা হয় : তামিম ইকবাল

সাকিবের সাথে দ্বন্দ্ব ও গ্রুপিং নিয়ে মুখ খুললেন তামিম

সাকিবের সাথে দ্বন্দ্ব ও গ্রুপিং নিয়ে মুখ খুললেন তামিম

সাকিব-তামিম দ্বন্দ্ব, বাংলাদেশ দলে সবচেয়ে বড় সমস্যা গ্রুপিং : বিসিবি সভাপতি

সাকিব-তামিম দ্বন্দ্ব, বাংলাদেশ দলে সবচেয়ে বড় সমস্যা গ্রুপিং : বিসিবি সভাপতি