ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দীর্ঘদিন পর ইংলিশ দল বাংলাদেশ সফরে আসায় ক্রিকেট পাড়ায় বইছে বাড়তি উম্মদনা। এবার টাইগার ভক্তদের জন্য সিরিজে টিকিটের মূল্য জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইংল্যান্ড সিরিজেও টিকিটের মূল্য বাড়ানো হয়নি। সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ। এছাড়া সর্বোচ্চ ১৫০০ টাকার টিকিটও রাখা হয়েছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা মূল্যের টিকিট দিয়ে খেলা দেখা যাবে। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা।
এছাড়া নর্দান ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ১ হাজার টাকা ধরা হয়েছে।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিট পাওয়া যাবে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে। এছাড়া ম্যাচ বুধবারও টিকিট পাওয়া যাবে। মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মিলবে টিকিট।