শেখ কামাল যুব ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে পূর্বাঞ্চল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়। ৫০ ওভারের এই টুর্নামেন্টে ফাইনালে শনিবার মধ্যাঞ্চলকে হারিয়েছে পূর্বাঞ্চল যুব দল।
প্রথমে ব্যাট করতে নেমে মধ্যাঞ্চল যুব দল মাত্র ১৪২ রানে অলআউট হয়। জবাবে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় পূর্বাঞ্চল।
এই টুর্নামেন্ট দিয়ে যুব ক্রিকেটারদের উঠে আসার সুযোগ তৈরি করতে চায় বিসিবি।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন আরিফুল ইসলাম। ছয় ইনিংসে তিনি ২৫০ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ রান মাজহারুল ইসলামের। তিনি করেছেন ১৮৪ রান।
এদিকে সর্বোচ্চ উইকেট পেয়েছেন শিহাব পাহাড়। পাঁচ ইনিংসে তিনি নিয়েছেন ১৩ উইকেট। তিন ইনিংসে দশ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা উইকেট শিকারী শাহরিয়ার আল আমিন।
এদিকে ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বিসিবি গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ওবেদ আর নিজাম।
স্পোর্টসমেইল২৪/জেএম