দীর্ঘদিন পর আবারও বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ২০১৬ সালে আসা ইংল্যান্ড দলকে এক ম্যাচে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই সময়ও টাইগারদের প্রধান কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে, এবারও তাই। দীর্ঘদিন পরে হলেও ইংলিশদের বিপক্ষে সিরিজ জয় সম্ভব বলে মনে করছেন টাইগারদের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১ মার্চ। মিরপুর শের-ই-বাংলায় দ্বিতীয় ম্যাচ শেষে সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সর্বশেষ সফরেও একই সূচিতে সিরিজ অনুষ্ঠিত হয়েছিল।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ছুটির দিনে মিরপুরে এসেছিলেন নির্বাচক হাবিবুল বাশার। সেখানেই সাংবাদিকদের সাথে গল্প-আড্ডায় কথা বলেন তিনি। জানান, দল ধারাবাহিকভাবে ভালো খেলছে, সেটা রাখতে পারলে সিরিজ জয়ের (ইংল্যান্ডের বিপক্ষে) ভালো সম্ভাবনাই থাকবে।
হাবিবুল বাশার সুমন বলেন, “আমরা কিন্তু বড় বড় দলকে হারাচ্ছি। শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের হারিয়েছি। আমরা যতগুলো সিরিজ জিতেছি, তার মধ্যে দক্ষিণ আফ্রিকারটা সেরা। কারণ, দক্ষিণ আফ্রিকাকে তাদের কন্ডিশনে হারানো খুবই কঠিন।”
তিনি বলেন, “আমরা ৫০ ওভারে ধারাবাহিকভাবে পারফর্ম করছি, সবার সঙ্গেই। ভারতও কিন্তু অনেক শক্তিশালী দল নিয়ে এসেছিল। তাদেরকেও তো হারালাম। ইংল্যান্ডকে হারানো যাবে না এমন কোনো কথা নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বলে কোনো দল নেই। ইংল্যান্ডও ভালো দল, তবে আমরা যে ধারাবাহিকতায় খেলছি সেটা রাখতে পারলে সিরিজ জয়ের ভালো সম্ভাবনাই থাকবে।”
ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছে ২০১৯ সালের জুনে। ওই ম্যাচে ইংলিশদের কাছে ১০৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। তবে ঘরে মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করতে খুব বেশি আলাদা কিছু করতে হবে -এমনটা ভাবছেন না টাইগারদের এ নির্বাচক।
বাশার বলেন. “ভারত কিন্তু আমাদের সবচেয়ে বড় পরীক্ষা ছিল, উপমহাদেশের কন্ডিশন অনুযায়ী। ইংল্যান্ড অবশ্যই ভিন্ন ধারার ক্রিকেট খেলছে, তিন সংস্করণেই। জিততে হলে আমাদের সবাইকেই ভালো খেলে জিততে হবে। এমন না যে, ইংল্যান্ড দলে আমাদের ভিন্ন কিছু করতে হবে। আমরা যা ভালো করছি, সেটাই যদি ধারাবাহিকভাবে করতে পারি তাহলে আমার মনে হয় না আমাদের আলাদাভাবে কিছু করতে হবে।”
স্পোর্টসমেইল২৪/আরএস