দক্ষিণ আফ্রিকায় চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে শেষ ওভার রোমাঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হারলো ভারত। ভারতীয় মেয়েদের মাত্র ৫ রানে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে ভারতকে বিদায় করে বিশ্বকাপে ফাইনালে পা রেখেছে অস্ট্রেলিয়ার মেয়েরা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রানের সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। জবাবে ২০ ওভারে ১৬৭ রান করতে পারে ভারত।
ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫২ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ২৬ বলে ২৫ রান করা এলিসা হিলিকে ফিরিয়ে অজিদের উদ্বোধনী জুটি ভাঙেন রাধা যাদব। আরেক ওপেনার বেথ মুনি আউট হন অর্ধশতক করে। ৩৭ বলে ৫৪ রানে শিখা পান্ডের শিকার হন তিনি।
১৮ বলে ৩১ রান করে অস্ট্রেলিয়াকে বড় পূঁজির পেতে সাহায্য করেন ম্যাচ সেরা অ্যাশলে গার্ডনার। দলীয় ১৪১ রানে সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে, ৩৪ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। ফলে ৪ উইকেটে ১৭২ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে বল হাতে ৩২ রানে ২ উইকেট শিকার করেন শিখা পান্ডে।
১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। দলীয় ২৮ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। শুরুর ধাক্কা সামলে দলের হাল ধরেন জেমাইমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কৌর। চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ৯৭ রানে জেমাইমা ফিরলে জুটি ভাঙে।
২৪ বলে ৪৩ রান করেন জেমাইমা। ইনিংসের ১৫তম ওভারে রান আউটের ফাঁদে পড়েন হারমানপ্রীত। ৩৪ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। অধিনায়কের বিদায়ের পর দ্রুত আরও দুই উইকেট হারায় ভারত।
শেষ দিকে দীপ্তি শর্মা কিছুটা আশা দেখালেও দলকে জেতাতে পারেননি। ১৭ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন তিনি। অজিদের হয়ে দুটি করে উইকেট শিকার গার্ডনার ও ব্রাউন।
স্পোর্টসমেইল২৪/আরএস