ওয়ানডে বিশ্বকাপকে ঘিরেই সব পরিকল্পনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪১ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
ওয়ানডে বিশ্বকাপকে ঘিরেই সব পরিকল্পনা

ভারতের মাটিতে হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। এবছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে বিশ্বসেরার এই লড়াই। এই ফরম্যাটে বাংলাদেশ ধারাবাহিক পারফর্ম করছে। একই সঙ্গে উপমহাদেশে বিশ্বকাপ। পরিকল্পনা বিশ্বকাপকে ঘিরে হলেও এখনই বড় স্বপ্ন দেখাতে চান না কোচ চন্দিকা হাথুরুসিংহে।


তার অধীনেই ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর ২০১৭ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলে। এবার প্রত্যাশা আগের সব সাফল্যকে ছাড়িয়ে যাওয়া। কিন্তু চাওয়ার সঙ্গে মিলটা পাওয়া যে কঠিন সেটা জানেন সবাই।

দ্বিতীয় দফায় বাংলাদেশে আসা হাথুরুসিংহে প্রত্যাশা নিয়ে বলেন, “দলকে ভালো করানোর জন্য কোচেরা সবসময়ই চাপের মধ্যে থাকে। আমাদের সবারই প্রত্যাশা আছে জাতি হিসেবেও, কারণ ভারতে বিশ্বকাপ হতে যাচ্ছে। আমরা সত্যিই এই ফরম্যাট ভালো করি। আবার একই সময়ে আমরা প্রস্তুতি ও সামর্থ্যটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। আমাদের নিশ্চিত করতে হবে যেন মূল খেলোয়াড়রা ফিট ও সুস্থ থাকে। আমরা যদি এটা নিশ্চিত করতে পারি, আমরা বিশ্বকাপে অবশ্যই একটা ভালো ধাক্কা দিতে পারব।"

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির চেয়ে উন্নতি দেখাতে চান কিনা জানতে চাইলে এই কোচ বলেন, “এটা খুব বড় প্রশ্ন যার বিষয়ে আমি এখন আপনাদের বলতে পারব না। এই মুহুর্তে আমরা শীর্ষ চার র‌্যাঙ্কিংধারীর মধ্যে নেই। তাই এই মুহুর্তে বিষয়টি নিয়ে বলা বুদ্ধিমানের কাজ হবে না।"

বড় টুর্নামেন্টে ভালো করতে হলে যে আরও কিছু জায়গায় উন্নতি করতে হবে সেটা ভালোই জানা হাথুরুসিংহের।

তিনি বলেন, “আমাদের নির্দিষ্ট কিছু জায়গায় আরো ভালো করতে হবে। আমাদের আরো ফিট হয়ে দক্ষতার উন্নতি ঘটাতে হবে। আমাদের সঠিক সমন্বয় বের করতে হবে। বিশ্বকাপ কাছে আসার আগেই আমাদের সুনিশ্চিত করতে হবে যেন খেলোয়াড়রা সেরা ফর্মে থাকে এবং যথেষ্ট ফিট থাকে।"

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশকে ফলো করতাম, ফিরে আসতে চেয়েছিলাম: হাথুরুসিংহে

বাংলাদেশকে ফলো করতাম, ফিরে আসতে চেয়েছিলাম: হাথুরুসিংহে

হতাশ নেইমারকে সান্ত্বনার বার্তা এমবাপ্পের

হতাশ নেইমারকে সান্ত্বনার বার্তা এমবাপ্পের

‘টেস্ট ও টি-টোয়েন্টিতে নিজস্ব পরিকল্পনা খোঁজার বার্তা দিলেন হাথুরু

‘টেস্ট ও টি-টোয়েন্টিতে নিজস্ব পরিকল্পনা খোঁজার বার্তা দিলেন হাথুরু

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে হাইতির মেয়েরা

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে হাইতির মেয়েরা