অলিখিত অবসরে চলে গেছেন মাশরাফি মুর্তজা। আবার জাতীয় দলে ডাক পেলে তিনি খেলতেও চান। ঘরোয়া ক্রিকেটে যতোদিন সম্ভব খেলা চালিয়ে যাবেন। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দারুন পারফর্ম করেছেন।
চন্দিকা হাথুরুসিংহেই তার প্রথম ধাপের শেষ সময়ে মাশরাফির ক্যারিয়ারের শেষ দেখেছিলেন। এরপর তিনি খেলেছেন আরও অনেকদিন। ২০২০ সালে মাশরাফি সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন।
নতুন করে ফেরা হাথুরুসিংহে কি ভাবছেন এটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। তবে ৩৯ বছরে পা দেওয়া মাশরাফির যে আর কোনো সুযোগ নেই সেটা জানিয়েই দিলেন বাংলাদেশ দলের কোচ।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাথুরুসিংহে বলেন, “নির্বাচনের (জাতীয় দলে) জন্য? না, আমি মনে করি সে আর খেলবে না।"
যদিও মাশরাফি কখনই বলেননি তিনি আর খেলবেন না। এমনকি মাঠে ঘোষণা দিয়েও অবসরে যেতে চান না তিনি। তবে এই বয়সে নির্বাচকরাও যে তাকে আর ডাকবে না সেটাও জানা বাংলাদেশের অন্যতম সফল অধিনায়েকের।
এদিকে অনেকেই ধারণা করেন প্রথম দফায় হাথুরুর সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের ভালো সম্পর্ক ছিল না। কিন্তু দ্বিতীয় দফায় বাংলাদেশে এসেই সেই কথা উড়িয়ে দিলেন হাথুরু।
তিনি বলেন, “আমার কাছে মনে হয় না সিনিয়র ক্রিকেটারদের নিয়ে কোনো চ্যালেঞ্জ হতে যাচ্ছে। সব সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। সবাই একটা ব্যাপারেই মনোযোগী যে, দল সবচেয়ে আগে। সবাই চায় যেন দল ভালো করে। এমনকি আমার আগেরবারেও কোনো খেলোয়াড়ের সামনে চ্যালেঞ্জে পড়িনি।"
তিনি বলেন, “ওই প্রশ্নটা যাচ্ছে-তাই। কোনো খেলোয়াড়ের সঙ্গে আমার বিন্দুমাত্র মনোমালিন্য ছিল না। আমি উপভোগ করেছি। যখন আমি বাংলাদেশকে কোচিং করিয়েছি খেলোয়াড়দের মধ্যে একটা বিষয় আমি অনুশীলন করিয়েছি যে, যেকোনো প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে অনেক নিবেদন নিয়ে খেলা।
আমি অন্য ড্রেসিং রুমে গর্বের সঙ্গে দাঁড়িয়ে ছিলাম যেভাবে বাংলাদেশ নিদাহাস ট্রফি এবং তারপর এশিয়া কাপে খেলেছে।"
স্পোর্টসমেইল২৪/জেএম