টাইগার কোচ হাথুরুসিংহে এখন ঢাকায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩
টাইগার কোচ হাথুরুসিংহে এখন ঢাকায়

দ্বিতীয় মেয়াদে প্রধান কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসলেন শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে হযরত শাহজালার বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় সংবাদ মাধ্যমের সাথে কথা না সরাসরি হোটেলে চলে যান হাথুরু।

বাংলাদেশ ক্রিকেটের প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহের এটি দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

হাথুরুর অধীনে ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী দলে পরিণত হয় বাংলাদেশ। তবে বাংলাদেশের কোচ হিসেবে বিদায়টা ভালো ছিল না হাথুরুসিংহের।

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টিতে দলের পারফরমেন্সের প্রত্যাশায় আগামী দুই বছরের জন্য হাথুরুকে কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। দ্বিতীয় অধ্যায়ে হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে।

ঘরের মাঠে ১ মার্চ থেকে থ্রি লায়ন্সের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ড ছাড়া ২০১৫ সাল থেকে ঘরের মাঠে দ্বিপাক্ষীক সিরিজ হারেনি বাংলাদেশ।

২০১৬ সালে একমাত্র ইংল্যান্ড দলই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল। এবার ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

হাথুরুর সহকারী হিসেবে স্থানীয় কোচ খুঁজছে বিসিবি

হাথুরুর সহকারী হিসেবে স্থানীয় কোচ খুঁজছে বিসিবি

হাথুরু আসায় লাভবান হবে বাংলাদেশ ক্রিকেট : হেরাথ

হাথুরু আসায় লাভবান হবে বাংলাদেশ ক্রিকেট : হেরাথ

হাথুরুসিংহেকে নিয়ে সম্ভাবনা দেখছেন খালেদ মাহমুদ

হাথুরুসিংহেকে নিয়ে সম্ভাবনা দেখছেন খালেদ মাহমুদ

‘ভবিষ্যতের ক্রিকেটাদের তালিকায় হৃদয়ের নাম আছে'

‘ভবিষ্যতের ক্রিকেটাদের তালিকায় হৃদয়ের নাম আছে'