হাথুরু আসায় লাভবান হবে বাংলাদেশ ক্রিকেট : হেরাথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
হাথুরু আসায় লাভবান হবে বাংলাদেশ ক্রিকেট : হেরাথ

ইংল্যান্ড সিরিজ দিয়েই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে নতুন যাত্রায় যুক্ত হচ্ছেন শ্রীলঙ্কােন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের সাথে আগের দফায় বেশ কিছু সাফল্যের সাথে নানা বিতর্কও ছিল হাথুরুকে নিয়ে। তবে টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ মনে করেন, হাথুরু আসায় নিশ্চিতভাবেই বাংলাদেশের ক্রিকেট লাভবান হবে।

শ্রীলঙ্কা দলে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে রঙ্গনা হেরাথের। পরে কোচ হিসেবেও কাজ করেছেন তারা দু’জন। ফলে হাথুরুকে বেশ কাছ থেকেই দেখেছেন হেরাথ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্পিন বোলারদের নিয়ে একটি ক্যাম্প শেষ করেন রঙ্গনা হেরাথ। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

হাথুরুসিংহেকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন হেরাথ বলেন, “চন্ডিকা বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু দিয়েছে, আগের দফায়। আমি তার সঙ্গে খেলেছি আবার তার অধীনে কোচিংও করেছি। তার ব্যাপারে আমার খুব ভালো অভিজ্ঞতা রয়েছে। তার কাজের ধরণ সম্পর্কে আমি জানি। আমার আত্মবিশ্বাস আছে এবং আমি নিশ্চিত যে, তাকে দিয়ে বাংলাদেশের ক্রিকেট লাভবান হবে।”

প্রতিভার খোঁজে বিসিবি, স্পেশাল ক্যাম্পে ৩২ স্পিনার

চলতি মাসে ২৪ ফেব্রুয়ারি বাংলাদে সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। ১ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। সফরে ৩ ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড ও বাংলাদেশ দল।

ইংল্যান্ড সিরিজ দিয়েই বাংলাদেশ ক্রিকেটে হাথুরুসিংহের নতুন অধ্যায় শুরু হবে। তার সাথে কোচিং প্যানেলে স্পিন কোচের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন হেরাথ।

প্রথম দফায় ২০১৪-২০১৭ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তার অধীনে সেরা কিছু সাফল্য পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে নানা বিতর্কের পর চুক্তি শেষ না করেই টাইগার কোচের চাকরি ছেড়েছিলেন হাথুরু। সাড়ে পাঁচ বছর পর আবারও টাইগারদের প্রধান কোচ হয়ে আসছেন এ লঙ্কান।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৩ সাল পর্যন্ত টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ

২০২৩ সাল পর্যন্ত টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ

হাথুরুর সহকারী হিসেবে স্থানীয় কোচ খুঁজছে বিসিবি

হাথুরুর সহকারী হিসেবে স্থানীয় কোচ খুঁজছে বিসিবি

হাথুরুসিংহে ফিরলেন, কি ভাবছেন সাকিব!

হাথুরুসিংহে ফিরলেন, কি ভাবছেন সাকিব!

মোস্তাফিজ আবিষ্কারের নেপথ্যে ছিলেন সুজন-হাথুরু

মোস্তাফিজ আবিষ্কারের নেপথ্যে ছিলেন সুজন-হাথুরু