টাকার ঝলকানিতে জাতীয় দলের খেলা ছেড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অনেক নজির রয়েছে। তবে বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ যেন একটু আলাদাই। জাতীয় দলের কথা চিন্তা করে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ডাক পেয়েও মানা করে দিয়েছেন তিনি।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজ টুর্নামেন্ট আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন। এবার পিএসএলের মুলতান সুলতান্সের লোভনীয় প্রস্তাবও দিয়েছেন বলে তাসকিন নিজেই জানালেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে সবাই যখন বিশ্রাম বা ছুটিতে তখন শনিবার মিরপুরের মাঠে দেখা মিললো তাসকিন আহমেদের। ব্যক্তিগত অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
তাসকিন বলেন, “যেহেতু আমার চোট ছিল, এখন পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ। জাতীয় দলে ভালো খেলতে পারলে সামনে আরও অনেক সুযোগ আসবে, ইনশাআল্লাহ্।”
তিনি আরও বলেন, “যেহেতু এটা গুরুত্বপূর্ণ সিরিজ (ইংল্যান্ডের বিপক্ষে), এই সিরিজই বেশি গুরুত্বপূর্ণ। কয়েক ম্যাচের জন্য খেলতে গিয়ে যদি ইনজুরিতে পড়ি বা এ সিরিজ মিস করি সেটা খারাপ দেখাবে।”
জানা গেছে, পিএসএলের দল মুলতান সুলতানস থেকে ডাক পেয়েছিলেন এই টাইগার পেসার। সেখানে তিন ম্যাচের খেলার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ফিজিওর সাথে পরামর্শ করে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন।
তাসকিন চাইলে অবশ্য তিন ম্যাচে দেশে ফিরে জাতীয় দলের সাথে যুক্ত হতে পারতেন। বিসিবিও হয়তো তাকে খেলার জন্য অনুমতি দিতো। কারণ, ইংল্যান্ড সিরিজের আগে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ক্রিকোররা ছুটি রয়েছেন। অবশ্য সেই ছুটি কাজে লাগিয়ে সাকিব আল হাসান ইতিমধ্যে পিএসএলে যোগ দিয়েছন। টুর্নামেন্টিতে পেশোয়ারের জালমির হয়ে খেলছেন সাকিব।
স্পোর্টসমেইল২৪/আরএস