বিপিএলের সময়েই চলবে আইএল টি-২০, দ্বিতীয় মৌসুমের তারিখ চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
বিপিএলের সময়েই চলবে আইএল টি-২০, দ্বিতীয় মৌসুমের তারিখ চূড়ান্ত

জামঝমকপূর্ণভাবে প্রথম আসর শেষ করেই এবার দ্বিতীয় মৌসুমে শুরুর তারিখ জানিয়ে দিলো ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-২০)। ২০২৩ সালের ন্যায় ২০২৪ আসরেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালেই মাঠে গড়াবে এ লিগটি। ২০২৪ সালের নতুন বছরের ১৩ জানুয়ারি থেকে শুরু হবে আইএল টি-২০-এর দ্বিতীয় আসর।

 

দুবাইয়ে গালফ জায়ান্টস উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন হওয়ার এক সপ্তাহ না যেতেই সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এই টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর শুরুর তারিখ ঘোষণা করা হলো।

আইএল টি-২০ এক বিবৃতিতে জানায়, “২০২৩ সালের বিশ্ব আইএল টি-২০ বিশাল সাফল্য শেষে দ্বিতীয় মৌসুমের কাজ শুরু করেছে। দ্বিতীয় আসর ২০২৪ সালের ১৩ জানুয়ারি থেকে শুরু হবে। দ্বিতীয় আসরও একইভাবে ৩৪ ম্যাচে অনুষ্ঠিত হবে। এছাড়া ফাইনালসহ চারটি প্লে-অফ থাকবে। টুর্নামেন্ট পূর্ণাঙ্গ সূচিও শিগগিরই জানিয়ে দেওয়া হবে।”

চলতি বছর বিপিএল শুরুর একই সময়ে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ- আইএল টি-২০ এবং ক্রিকেট সাউথ আফ্রিকার এসএ২০ শুরু হয়। যার ফলে বিপিএলে বিদেশি ক্রিকেটার পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।

চলতি বছর ৬ জানুয়ারি মাঠে গড়িয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। বিপিএল শুরু হওয়ার এক সপ্তাহ পর ১৩ জানুয়ারি শুরু হয় আইএটি-২০। তবে টাকা ঝলকানি থাকায় অধিকাংশ তারকা ক্রিকেটার আইএলটি-২০তে নাম লিখায়।

সূচি অনুযায়ী ২০২৩ সালের ন্যায় ২০২৪ সালের ৬ জানুয়ারি বিপিএলের দশম আসর মাঠে গড়ানোর কথা রয়েছে। আইএটি২০ এর ঘোষণা মতো ঠিক এক সপ্তাহ পড়েই শুরু হবে আরব আমিরাতের টি-টোয়েন্টি এ লিগের দ্বিতীয় আসর।

নতুন শুরু হওয়া দুটি লিগেই আইপিএলের মালিকানার একাধিক ক্লাব রয়েছে। নতুন বছরেও একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলবে। ফলে ২০২৪ সালেও বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে আইএল টি-২০ সংঘর্ষ হয় কি-না, সেটাই এখন দেখার অপেক্ষা।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম আইএলটি-২০ চ্যাম্পিয়ন গালফ জায়ান্টস

প্রথম আইএলটি-২০ চ্যাম্পিয়ন গালফ জায়ান্টস

আইএলটি-২০ লিগের ধারাভাষ্যে তারার মেলা

আইএলটি-২০ লিগের ধারাভাষ্যে তারার মেলা

আরব আমিরাত-দক্ষিণ আফ্রিকা, দুই লিগেই চুক্তিবদ্ধ হলেন মঈন আলি!

আরব আমিরাত-দক্ষিণ আফ্রিকা, দুই লিগেই চুক্তিবদ্ধ হলেন মঈন আলি!

নারিন-রাসেলও চলে গেলেন আরব আমিরাত লিগে

নারিন-রাসেলও চলে গেলেন আরব আমিরাত লিগে