বিপিএলের আট ফাইনালে কী ঘটেছিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
বিপিএলের আট ফাইনালে কী ঘটেছিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরের ফাইনাল মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ নিয়ে চতুর্থবার ফাইনালের মঞ্চে কুমিল্লা। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে সিলেট।

চলুন দেখে নেওয়া যাক গত আট ফাইনালের তথ্র

প্রথম বিপিএল ফাইনাল (২০১২)
বিপিএলের প্রথম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল ঢাকা গ্লাডিয়েটর্স ও বরিশাল বার্নার্স। টসের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রান করে বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ।

জবাবে পাকিস্তানের ইমরান নাজিরের ৭৫ রানের সুবাদে ১৬তম ওভারেই জয় তুলে নেয় ঢাকা। ৮ উইকেটের জয়ে শিরোপা জয় করে মাশরাফি বিন মর্তুজার ঢাকা।

দ্বিতীয় বিপিএল ফাইনাল (২০১৩)
দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হয় ঢাকা গ্লাডিয়েটর্স ও চিটাগং কিংস। টস জিতে প্রথমে বোলিং করতে নামে চিটাগং। এনামুল হকের ৫৮ রানের সুবাদে প্রথমে ব্যাট করে বড় স্কোরই করে ঢাকা। ২০ ওভারে ৯ উইকেটে ১৭২ রান করেছিল ঢাকা।

জবাবে ১৯ বল বাকি থাকতে ১২৯ রানে অলআউট হয় চিটাগং। ফলে ৪৩ রানের জয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে মাশরাফির ঢাকা।

তৃতীয় বিপিএল ফাইনাল (২০১৫)
তৃতীয় আসরের শিরোপার স্বাদ পেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়েছিল কুমিল্লা। টস হেরে ব্যাট হাতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান তুলে বরিশাল। শাহরিয়ার নাফীস অপরাজিত ৪৪ ও মাহমুদউল্লাহ ৪৮ রান করেন।

জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান তুলে শিরোপা জয়ের স্বাদ নেয় কুমিল্লা। অধিনায়ক হিসেবে হ্যাটট্টিক শিরোপার স্বাদ পান মাশরাফি।

চতুর্থ বিপিএল ফাইনাল (২০১৬)
চতুর্থ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। ফাইনালে ৫৬ রানের জয়ে শিরোপা স্বাদ নেয় ঢাকা।
টস জিতে প্রথমে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান করে ঢাকা। জবাবে ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০৩ রানে গুটিয়ে ম্যাচ হারে রাজশাহী।

পঞ্চম বিপিএল ফাইনাল (২০১৭)
ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএলের পঞ্চম আসরের শিরোপা জিতে মাশরাফির নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। ফাইনালে রংপুর ৫৭ রানে হারায় ঢাকা ডায়নামাইটসকে।

৬৯ বলে ৫টি চার ও ১৮টি ছক্কায় অপরাজিত ১৪৬ রান করেন গেইল। শেষ পর্যন্ত ২০ ওভারে ১ উইকেটে রংপুর করে ২০৬ রান। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে ঢাকা ডায়নামাইটস।

ষষ্ঠ বিপিএল ফাইনাল (২০১৮)
ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলে কুমিল্লা। ফাইনালে ১৭ রানে জয় পায় কুমিল্লা। টস হেরে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ রান করে কুমিল্লা। ৬১ বলে ১৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম ইকবাল। ১০টি চার ও ১১টি ছক্কা মারেন তামিম।

২০০ রানের জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান করে ম্যাচ হারে ঢাকা।

সপ্তম বিপিএল ফাইনাল (২০১৯)
সপ্তম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। ২১ রানে ফাইনাল জিতে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলে রাজশাহী। টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় খুলনা।

ইরফান শুক্কুরের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭০ রান করে রাজশাহী। ৩৫ বলে ৫২ রান করেন ইরফান। জয়ের জন্য ১৭১ রান টার্গেট পেয়ে খুলনার ব্যাটাররা জ্বলে উঠতে না পারায় ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান পর্যন্ত যেতে পারে খুলনা।

অষ্টম বিপিএল ফাইনাল (২০২২)
তৃতীয়বারের মতো অষ্টম আসরের ফাইনালে ওঠে কুমিল্লা। শিরোপা নির্ধারণী ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ ছিল ফরচুন বরিশাল। শ্বাসরুদ্ধকর ফাইনালে কুমিল্লা ১ রানে হারায় বরিশালকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান করে কুমিল্লা। জবাবে ৮ উইকেটে ১৫০ রান করে হার মানে বরিশাল।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

‘আমার চেয়ে বেশি কঠিন আমার পরিবারের জন্য’

‘আমার চেয়ে বেশি কঠিন আমার পরিবারের জন্য’

‘মাশরাফি ম্যাজিক' নাকি অন্য কিছু

‘মাশরাফি ম্যাজিক' নাকি অন্য কিছু

বিপিএল দিয়েই ২০২৪ বিশ্বকাপের প্রস্তুতি শুরু

বিপিএল দিয়েই ২০২৪ বিশ্বকাপের প্রস্তুতি শুরু

কোচ হাথুুরুসিংহেকে নিয়ে রোমাঞ্চিত তাসকিন

কোচ হাথুুরুসিংহেকে নিয়ে রোমাঞ্চিত তাসকিন