বাংলাদেশ নারী ক্রিকেটারকে ফিক্সিং প্রস্তাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশ নারী ক্রিকেটারকে ফিক্সিং প্রস্তাব

দক্ষিণ আফ্রিকায় চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকা বাংলাদেশ দলের একজন নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। তা চেয়ে বড় ভয়ঙ্কর বিষয়, ফিক্সিংয়ের প্রস্তাবটি এসেছে দলের বাইরে থাকা আরেক নারী ক্রিকেটারের কাছ থেকে। বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল ফিক্সিং প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাতীয় দলের বাইরে থাকা নারী ক্রিকেটার সোহেলী ইসলাম বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় থাকা একজন ক্রিকেটারকে ফিক্সিংয়ে প্রস্তাব দেন। তবে ফিক্সিংয়ের প্রস্তাব ওই নারী ক্রিকেটার রাজী হননি।

ফিক্সিং নিয়ে দুই নারী ক্রিকেটারের একটি অডিও ক্লিপও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। যেখানে ফিক্সিং প্রস্তাব দেওয়ার তথ্যও রয়েছে। তবে যাকে প্রস্তাব দেওয়া হয়েছে তিনি রাজি হননি।

ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবগত রয়েছে রয়েছে বলে জানিয়েছেন, বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি বলেছেন, বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারকে যে ফিক্সিং প্রস্তাব দেওয়া হয়েছে, নিয়ম অনুযায়ী তা আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে (আকসু) জানানো হয়েছে। এ বিষয়টি ডিল করার এখতিয়ার বিসিবির নেই। তবে আমরা বিষয়টি নিয়ে অবগত রয়েছি।

কোনো ক্রিকেটারকে ম্যাচ বা স্পষ্ট ফিক্সিং বা ম্যাচের কোন তথ্য ফাঁস করার প্রস্তাব দেওয়া হলে দ্রুতই তা দুর্নীতি বিভাগকে জানানোর নিয়ম রয়েছে। তবে দুর্নীতির প্রস্তাব পেয়ে তা গোপন করলে শাস্তির বিধানও রয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল নিলাম একজন খেলোয়াড়কে সংজ্ঞায়িত করে না : জ্যোতি

আইপিএল নিলাম একজন খেলোয়াড়কে সংজ্ঞায়িত করে না : জ্যোতি

শোভনা মোস্তারির সাথে ‘আক্রমণাত্মক’ আচরণে সঞ্জীওয়ানিকে জরিমানা

শোভনা মোস্তারির সাথে ‘আক্রমণাত্মক’ আচরণে সঞ্জীওয়ানিকে জরিমানা

মেয়েদের আইপিএলে দল পেলেন না জাহানারা-সালমারা

মেয়েদের আইপিএলে দল পেলেন না জাহানারা-সালমারা

মারুফার বোলিংয়ে আশা জাগিয়েও হারলো বাংলাদেশের মেয়েরা

মারুফার বোলিংয়ে আশা জাগিয়েও হারলো বাংলাদেশের মেয়েরা